Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
দঃ ২৪ পরগনা

১২ বছর পর হারানো মাকে খুঁজে পেল ছেলে! নেপথ্যে ডায়মন্ড হারবার হাসপাতাল

১২ বছর পর হারানো মাকে খুঁজে পেল ছেলে! নেপথ্যে ডায়মন্ড হারবার হাসপাতাল - West Bengal News 24

১২ বছর আগে (12 long years) মাকে হারিয়েছিলেন (missing mother ) নদীয়া জেলার চাকদহ গ্রামের বাসিন্দা মিঠুন সরকার (Son)। এরপরে বহু খোঁজাখুঁজি করেও মেলেনি সন্ধান। নিজের মাকে ফিরে পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন মিঠুন। বৃহস্পতিবার হঠাৎ মা যূথীরানি সরকারের খোঁজ পেয়ে ডায়মন্ড হারবার হাসপাতালে ছুটে আসেন ছেলে মিঠুন। সেখানেই ১২ বছরের অবসান হয়। দেখা হয় মা ও ছেলের।

ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রের খবর, গত জুলাই মাসে একটি স্বেচ্ছাসেবী সংস্থা কাকদ্বীপ থেকে অসুস্থ অবস্থায় যূথীরানি সরকারকে উদ্ধার করে ডায়মন্ড হারবার সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করেন। তারপর থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। যূথীরানি সরকার মানষিক ভারসাম্য হওয়ায় হাসপাতালের পক্ষে তার ঠিকানা জানা সম্ভব হয়নি।

আরো পড়ুন : পুকুরে স্নান করতে নেমে তলিয়ে মৃত্যু, বরানগরে ৭ ঘণ্টা পর উদ্ধার নিখোঁজ ব্যক্তির দেহ

পরে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার সুপ্রিম সাহা যূথীরানি সরকারের ভিডিও করে হ্যাম রেডিওতে পাঠান। এরপরেই হ্যাম রেডিওর সহযোগিতায় যূথীরানি সরকারের পরিবারের লোকজনের হদিস মেলে। মায়ের খোঁজ পেয়ে ছেলে মিঠুন বৃহস্পতিবার বিকেলে এসে পৌঁছন হাসপাতালে। সেখানে যূথীরানিকে ছেলে মিঠুন সরকারের হাতে তুলে দেওয়া হয় ডায়মন্ড হারবার গভঃ মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষ থেকে।

১২ বছর পর হারানো মাকে খুঁজে পেল ছেলে! নেপথ্যে ডায়মন্ড হারবার হাসপাতাল - West Bengal News 24

অন্যদিকে ছেলে মিঠুন সরকার জানান, ছোট বেলায় বাবা মারা যায়, এরপরেই মা বোনকে নিয়েই ছিল তাঁদের সংসার। পেশার তাগিদে নদীয়া থেকে কলকাতায় এসে কাজ করতো মিঠুন। ১২ বছর আগে মামার বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে নিখোঁজ হয়ে যায় মা। অনেক খোঁজাখুঁজি করেও মেলেনি। অবশেষে এদিন ডায়মন্ড হারবারের এই হাসপাতালের উদ্যোগে মায়ের খোঁজ পেলেন ছেলে। নিজের মাকে ফিরে পেয়ে আনন্দে কেঁদে ফেলেন মিঠুন পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তিনি।

১২ বছর পর হারানো মাকে খুঁজে পেল ছেলে! নেপথ্যে ডায়মন্ড হারবার হাসপাতাল - West Bengal News 24

সূত্র : এশিয়া নেট

আরও পড়ুন ::

Back to top button