জাতীয়

‘কৃষকদের মাথা ফাটিয়ে দিন!’ হরিয়ানায় নির্দেশ পুলিশ কর্মীদের, ভিডিও ভাইরাল

‘কৃষকদের মাথা ফাটিয়ে দিন!’ হরিয়ানায় নির্দেশ পুলিশ কর্মীদের, ভিডিও ভাইরাল - West Bengal News 24

শনিবার হরিয়ানায় আন্দোলনরত কৃষকদের ওপরে লাঠিচার্জ করে পুলিশ। পরে কৃষকরা রাজধানী দিল্লির আশপাশে কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। পুলিশের লাঠিচালনার বিরুদ্ধে সরব হন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এমন সময় একটি ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তাতে দেখা যায়, হরিয়ানার এক উচ্চপদস্থ অফিসার পুলিশ কনস্টেবলদের বলছেন, যে কৃষকরা বিজেপি নেতার বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন, তাঁদের মাথায় আঘাত করতে হবে।

এরপরে নানা মহল থেকে পুলিশি অভিযানের নিন্দা করা হয়। বিজেপির সাংসদ বরুণ গান্ধীও ওই ভিডিও দেখে প্রতিক্রিয়া জানান। এদিন বিজেপির হরিয়ানা রাজ্য শাখার প্রধান ও পি ধনকরের কনভয় আটকান কৃষকরা। ভিডিও ক্লিপে দেখা গিয়েছে, কারনাল জেলার সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট আয়ুষ সিনহা একদল পুলিশকে বলছেন, ব্যারিকেড টপকে কোনও কৃষক যেন একটি নির্দিষ্ট এলাকায় ঢুকতে না পারেন। তাঁর কথায়, ‘আমার নির্দেশ খুবই সহজ ও স্পষ্ট।

আমরা কোনওভাবেই ব্যারিকেড ভাঙতে দেব না। লাঠি দিয়ে তাদের মার লাগাবে। কারও নির্দেশের জন্য অপেক্ষা করার দরকার নেই। খুব জোরে মারবে। যদি একজনও বিক্ষোভকারী ব্যারিকেড টপকে ঢুকে পড়ে, আমি চাই, তার মাথা যেন ফাটিয়ে দেওয়া হয়।’ এরপরে আয়ুষ সিনহা জিজ্ঞাসা করেন, ‘এনি ডাউট?’ কারও কোনও সন্দেহ আছে। পুলিশকর্মীরা সমস্বরে বলেন, ‘নো স্যার।’

লাঠিচার্জের পরে পুলিশ জানায়, রাস্তা থেকে অবরোধ ওঠাতে মৃদু লাঠিচার্জ করা হয়েছে। বরুণ গান্ধী বলেন, আশা করি ওই ভিডিও বিকৃত করা হয়েছে। ডিএম নিশ্চয় অমন কথা বলেননি। কিন্তু তা যদি না হয়, তাহলে বলতে হবে, গণতান্ত্রিক দেশে নাগরিকদের ওপরে ওইভাবে লাঠিচার্জ করতে বলা যায় না।

কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা হরিয়ানার মুখ্যমন্ত্রীকে সম্বোধন করে বলেন, খাট্টার সাহেব, আপনি হরিয়ানার আত্মার ওপরে লাঠি চালিয়েছেন। আগামী প্রজন্ম মনে রাখবে, রাস্তায় কৃষকের রক্ত ঝরেছিল। এদিন বিকালে ভাইরাল হওয়া একটি ভিডিও ক্লিপে দেখা যায়, রাস্তার ওপরে খাটিয়া পেতে বসে আছেন কৃষকরা।

এদিকে তিন কিলোমিটার জুড়ে দাঁড়িয়ে আছে গাড়ি, বাস এবং ট্রাক। অপর একটি ক্লিপে দেখা যায়, হেলমেট পরা দুই পুলিশকর্মী এক ব্যক্তির সঙ্গে তর্ক করছেন। সেই ব্যক্তিকে দেখে মনে হচ্ছে, তিনি গুরুতর আহত। তৃতীয় একটি ভিস্যুয়ালে দেখা যায়, বড় সংখ্যক পুলিশ হেলমেট পরে দাঁড়িয়ে আছে।

সূত্র : দ্য ওয়াল

আরও পড়ুন ::

Back to top button