Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলা

প্যারালিম্পিক্সে ভারতের দ্বিতীয় পদক, হাইজাম্পে রুপো নিশাদ কুমারের

Nishad Kumar wins Medal : প্যারালিম্পিক্সে ভারতের দ্বিতীয় পদক, হাইজাম্পে রুপো নিশাদ কুমারের - West Bengal News 24

টোকিও প্যারালিম্পিক গেমসে ভারতকে দ্বিতীয় রুপো জেতালেন নিশাদ কুমার। পুরুষদের হাই জাম্পে। তিনি নিজের সেরা উচ্চতা ২.০৬ মিটার লাফিয়ে রুপো জয় করলেন। এর আগে, আজ সকালে মহিলাদের টিটিতে ভারতকে এবারের প্যারালিম্পিকে প্রথম পদকটি এনে দেন ভাবিনাবেন প্যাটেল।

জাতীয় ক্রীড়া দিবসকে স্মরণীয় করে রেখে বিকেলে রুপো জয় নিশাদ কুমারের। প্যারালিম্পিকে ভারতের তৃতীয় পদকটি এসেছে ডিসকাস থ্রোয়। এফ-৫২ ক্যাটেগরিতে ১৯.৯১ মিটারের এশিয়ান রেকর্ড গড়ে ব্রোঞ্জ জিতেছেন বিনোদ কুমার।

নিশাদ এদিন টি ৪৭ ক্যাটেগরির হাই জাম্প ফাইনালে প্রথম লাফে পেরিয়ে যান ১.৮৯ মিটারের চ্যালেঞ্জ। এরপর ১.৯৪ মিটারের বাধাও প্রথমবারেই টপকাতে সক্ষম হন। নিশাদের সঙ্গেই দৌড়ে কিছুটা সময় ছিলেন ভারতের রামপাল চাহার। তিনিও প্রথম অ্যাটেম্প্টে পেরোন ১.৮৪ মিটার। এরপর তিনি ১.৯৪ মিটারের বাধা টপকান দ্বিতীয় প্রয়াসে। এটি তাঁর ব্যক্তিগত সেরা পারফরম্যান্স।

নিশাদ কুমার দ্বিতীয় প্রয়াসে টপকান ১.৯৮ মিটার উচ্চতা। কিন্তু রামপাল তিনবারের প্রয়াসেও এই উচ্চতা পেরোতে ব্যর্থ হন। এরপর নিশাদ কুমার ২.০২ মিটার উচ্চতা সহজেই লাফ দিয়ে পেরোন প্রথম প্রয়াসে। এতেই পদক নিশ্চিত করে ফেলেন তিনি। চিনের চেন তিনবার চেষ্টা চালিয়েও ২.০২ মিটার উচ্চতা অতিক্রম করতে পারেননি।

নিশাদের সামনে পরবর্তী টার্গেট ছিল ২.০৬ মিটারের। প্রথম প্রয়াসে সফল না হলেও দ্বিতীয় প্রয়াসে সেই বাধাও পেরিয়ে যান। এর ফলে তিনি নিজেরই সেরা পারফরম্যান্স স্পর্শ করলেন। চলতি বছরেই তিনি ২.০৬ মিটারের এশিয়ান রেকর্ড গড়েছিলেন।

২.১৫ মিটারের উচ্চতা টপকে বিশ্বরেকর্ড গড়ে এই ইভেন্টে সোনা জিতেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের রডেরিক টাউনসেন্ড। মার্কিন ডালাস ওয়াইজ জিতেছেন ব্রোঞ্জ। একটা সময় অবধি নিশাদের সঙ্গে সমানে সমানে টক্কর দিচ্ছিলেন ডালাস। ২.০২ মিটার প্রথম প্রয়াসেই টপকেছিলেন নিশাদ, ডালাস টপকান দ্বিতীয় প্রয়াসে। এর ফলে এগিয়ে থেকেই পরের টার্গেটে যান নিশাদ। ভারতের রামপাল শেষ করেন পঞ্চম স্থানে থেকে।

আজ ভারতের জাতীয় ক্রীড়া দিবস। হকির জাদুকর মেজর ধ্যানচাঁদের জন্মদিন। সেদিনই টোকিও প্যারালিম্পিকে এল ভারতের তিনটি পদক। দুটো রুপো, একটি ব্রোঞ্জ। মহিলাদের টেবিল টেনিসে সি ৪ ক্যাটেগরির ফাইনালে বিশ্বের ১ নম্বর চিনের ঝাই ইংয়ের কাছে হেরে গিয়ে রুপো জেতেন ভাবিনাবেন প্যাটেল।

এটি ভারতের ঐতিহাসিক পদক এই কারণে যে এই প্রথম মহিলা টিটিতে প্যারালিম্পিকে ভারত প্রথম পদক জিতল। দীপা মালিকের পর ভাবিনাই দ্বিতীয় মহিলা যাঁর ঝুলিতে রয়েছে প্যারালিম্পিকের পদক। সেই সাফল্যের রেশ আর মধুর করলেন নিশাদ। এবারের প্যারালিম্পিকে ভারত থেকে সবচেয়ে বেশি ক্রীড়াবিদ অংশ নিচ্ছেন।

পদক জয়ের সর্বকালীন রেকর্ডেরও প্রত্যাশা করা হচ্ছে। ভাবিনার পর নিশাদ ও বিনোদের পদক-প্রাপ্তিতে উচ্ছ্বসিত ভারতের প্যারালিম্পিক সংস্থার প্রধান দীপা মালিক।

সূত্র: ওয়ান ইন্ডিয়া

আরও পড়ুন ::

Back to top button