ঝাড়গ্রাম

যোগ দিলেন প্রিন্সিপাল, আগামী শিক্ষাবর্ষে চালু হচ্ছে ঝাড়গ্রাম গভর্মেন্ট মেডিক্যাল কলেজ

স্বপ্নীল মজুমদার

Jhargram Government Medical College : যোগ দিলেন প্রিন্সিপাল, আগামী শিক্ষাবর্ষে চালু হচ্ছে ঝাড়গ্রাম গভর্মেন্ট মেডিক্যাল কলেজ - West Bengal News 24

ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম গর্ভমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রথম প্রিন্সিপ্যাল নিযুক্ত হলেন সুদেষ্ণা মজুমদার। তিনি এতদিন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের অ্যানাটমি বিভাগের অধ্যাপক ছিলেন। শনিবার তিনি ঝাড়গ্রামে এসে দায়িত্ব নেন।

তাঁকে স্বাগত জানান ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার ইন্দ্রনীল সরকার।

ঝাড়গ্রাম শহরের বিদ্যাসাগর পল্লীর কাছে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ভবন তৈরির কাজ শুরু হয়েছে। তবে ওই ভবন তৈরি হতে বছর তিনেক সময় লাগবে। তবে মুখ্যমন্ত্রীর নির্দেশে আগামী শিক্ষাবর্ষে ঝাড়গ্রাম নার্সিং ট্রেনিং স্কুল ও ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি ভবনের একাংশে অস্থায়ী ভাবে মেডিক্যাল কলেজের পঠন পাঠন শুরু হবে। ৫০ জন ছাত্র ও ৫০ জন ছাত্রী ভর্তি হতে পারবেন।

আরও পড়ুন : ঝাড়গ্রাম রাজ কলেজে বসল পরিবেশ পর্যবেক্ষণ ডিস প্লে বোর্ড

২০১৯ সালের ২২ ফেব্রুয়ারি তারকেশ্বরের এক প্রশাসনিকসভা থেকে ঝাড়গ্রাম গভর্মেন্ট মেডিক্যাল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেডিক্যাল কলেজ তৈরির জন্য কেন্দ্র ও রাজ্য সরকার যৌথভাবে ২৫৫ কোটি টাকা বরাদ্দ করেছে। অরণ্যশহরের বিদ্যাসাগর পল্লী এলাকায় ১৬ একর জমিতে মেডিক্যাল কলেজ ভবন তৈরির কাজ সবে শুরু হয়েছে।

ওয়েস্টবেঙ্গল মেডিক্যাল সার্ভিসেস কর্পোরেশনের তত্ত্বাবধানে কাজটি করছে সিমপ্লেক্স ইনফ্রাস্ট্রাকচর লিমিটেড নামে একটি বেসরকারি সংস্থা। ২০১৯-এর এপ্রিলে সংস্থাটি কাজ শুরু করতেই জমি জটে কাজ বন্ধ হয়ে যায়। ওই জমিটির বেশ কিছু অংশ সংরক্ষিত বনভূমি দাবি করে ন্যাশন্যাল গ্রিন ট্যাইবুন্যালের দ্বারস্থ হন পরিবেশ কর্মী সুভাষ দত্ত।

আরও পড়ুন : সোশ্যাল মিডিয়ায় নগ্ন ছবি পোস্ট কিশোরীর, মেয়ের কীর্তি জানতে পারায় হার্ট অ্যাটাক বাবা-মার

তবে জনস্বাস্থ্য পরিষেবার স্বার্থে মেডিক্যাল কলেজ তৈরির পক্ষে রায় দেয় গ্রিন বেঞ্চ। মামলা হেরে যান সুভাষ। পরিবেশ আদালতের ছাড়পত্র মেলায় চলতি বছরে কাজ শুরু হয়েছে। ওয়েস্টবেঙ্গল মেডিক্যাল সার্ভিসেস কর্পোরেশন সূত্রে জানা গিয়েছে, মেডিক্যাল কলেজের স্থায়ী পরিকাঠামো গড়তে বছর তিনেক সময় লাগবে।

আরও পড়ুন ::

Back to top button