২২টি জমি আছে শ্যামাপ্রসাদের নামে, বাজারমূল্য ৫০ কোটি
রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বিজেপি নেতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ঘনিষ্ঠ রামশঙ্কর মহান্তির বাড়িতে হানা দিয়ে চারটি জমির দলিল বাজেয়াপ্ত করেছিল তদন্তকারীরা। প্রত্যেকটি দলিলই ছিল শ্যামাপ্রসাদের নামে। তবে এবার জানা গেল, ৪টি নয়, মোট ২২টি জমি আছে প্রাক্তন মন্ত্রীর নামে। রামশঙ্করকে টানা জিজ্ঞাসাবাদ করেই এই তথ্য জানতে পেরেছে তদন্তকারী অফিসাররা।
প্রাক্তন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের গুপ্তধনের খোঁজে গত ২২ অগস্ট রামশঙ্করের বাড়িতে হানা দিয়েছিল বাঁকুড়া জেলা পুলিশ। সেখান থেকে প্রাক্তন মন্ত্রীর নামে চারটি জমির দলিল ও পোস্ট অফিসের সেভিংস পাসবুক-সহ নগদ ২০ লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছিল পুলিশ। গত শনিবার ফের ব্যাঙ্কের লকারে মিলছিল বেনামি গয়না।
জেরার মুখে রামশঙ্কর অবশ্য স্বীকার করে নিয়েছিলে, ওই গয়নাগুলি আসলে প্রাক্তন মন্ত্রীরই। তবে এদিন উঠে এলো আরও চাঞ্চল্যকর তথ্য। বাঁকুড়া পুলিশ সূত্রে খবর, টানা জিজ্ঞাসাবাদে রামশঙ্কর জানিয়েছে, শ্যামাপ্রসাদের নামে কেনা হয়েছে ২২টি জমি। শুধুমাত্র বিষ্ণপুর শহরেই নয়, বাঁকুড়ার বিভিন্ন জায়গাতেই জমি রয়েছে শ্যামাপ্রসাদের নামে। তদন্তকারীরা অনুমান করছে, ওইসব জমির বর্তমান বাজারমূল্য প্রায় ৫০ কোটি টাকার কাছাকাছি। রামশঙ্করকে নিয়ে ওই সব জমি চিহ্নিত করার কাজ শুরু করে দিয়েছে পুলিশ।
অন্যদিকে, শ্যামাপ্রসাদের যে সমস্ত ব্যাঙ্কের পাশবুক পাওয়া গিয়েছে, তার বাইরেও অ্যাকাউন্ট রয়েছে। সেগুলিতে রয়েছে বিপুল টাকাও। শুধু নিজের অ্যাকাউন্টেই নয়, স্ত্রী ও ছেলে-মেয়ের অ্যাকাউন্টেও রয়েছে কোটি কোটি টাকা। এমনটাই জানতে পেরেছেন তদন্তকারীরা। ওই টাকার পরিমাণ কত বা তার উত্স জানতে শ্যামাপ্রসাদের স্ত্রী, ছেলে ও মেয়েকে বিষ্ণুপুর থানায় ডেকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে। যদিও বিশেষ কিছু জানা যায়নি। এদিকে রামশঙ্করকে ফের হেফাজতে নিতে চাইছে পুলিশ।
সূত্র: এই মুহুর্তে