রাজনীতিরাজ্য

ভবানীপুরে মমতার বিরুদ্ধে প্রার্থী দিচ্ছে না কংগ্রেস, ঘোষণা অধীরের

Adhir Ranjan Chowdhury : ভবানীপুরে মমতার বিরুদ্ধে প্রার্থী দিচ্ছে না কংগ্রেস, ঘোষণা অধীরের - West Bengal News 24

মমতা ব্যানার্জির বিরুদ্ধে প্রার্থী দিলে লাভ তুলবে বিজেপি!‌ এভাবে বিজেপি-কে সাহায্য করতে নারাজ প্রদেশ কংগ্রেস। তাই ভবানীপুর কেন্দ্রে আসন্ন বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস কোনও প্রার্থী দিচ্ছে না। মঙ্গলবার সন্ধ্যায় বহরমপুরে এক সাংবাদিক সম্মেলনে একথা ঘোষণা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি।

আজকের সাংবাদিক সম্মেলনে অধীর চৌধুরি বলেন, ‘গতকাল প্রদেশ কংগ্রেস নেতৃত্বের সঙ্গে আমি একটি বৈঠকে বসেছিলাম। সেই বৈঠকে কংগ্রেস নেতৃত্বের একাংশের মতামত ছিল ভবানীপুর কেন্দ্রে মমতা ব্যানার্জির বিরুদ্ধে প্রার্থী দেওয়া হোক। কিন্তু বেশ কিছু কংগ্রেস নেতা ভবানীপুর কেন্দ্রে মমতা ব্যানার্জির বিরুদ্ধে কংগ্রেসের তরফ থেকে কোনও প্রার্থী দেওয়ার বিরোধী ছিলেন। তাই প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে আমি গোটা বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য দিল্লিতে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটিকে জানিয়েছিলাম।’

অধীরবাবু বলেন, ‘সর্বভারতীয় কংগ্রেস কমিটির তরফ থেকে আজ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ভবানীপুর কেন্দ্রে মমতা ব্যানার্জির বিরুদ্ধে কংগ্রেস কোনও প্রার্থী দাঁড় করাবে না।

আরো পড়ুন : বর্ধমানে তৃণমূল নেতাকে গুলি করে খুন! BJP-কে নিশানা TMC-র

‘প্রসঙ্গত উল্লেখ্য ,বাম-কংগ্রেস জোটের তরফ থেকে ভবানীপুর কেন্দ্রটি কংগ্রেসের জন্য বরাদ্দ রয়েছে। ইতিমধ্যেই বামফ্রন্টের তরফ থেকে জানানো হয়েছে, কংগ্রেস যদি ভবানীপুর কেন্দ্রে প্রার্থী না দাঁড় করায় তবে তারা ওই কেন্দ্রের প্রার্থী দিতে রাজি।অধীরবাবু বলেন, ‘অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির নির্দেশে ভবানীপুর কেন্দ্রে কংগ্রেস মমতা ব্যানার্জির বিরুদ্ধে প্রার্থী দেবে না কারণ কংগ্রেস মনে করে মমতা ব্যানার্জির বিরুদ্ধে প্রার্থী দিলে বিজেপিকে সুবিধা করে দেওয়া হবে। মমতা ব্যানার্জি বিরুদ্ধে প্রার্থী দেওয়ার অর্থ অল্প হলেও পরোক্ষভাবে বিজেপিকে সুবিধা করে দেওয়া। আমরা তা করতে রাজি নই।’‌

রাজনৈতিক বিশেষজ্ঞরা যদিও এর নেপথ্যে অন্য সমীকরণই দেখছেন। ২০২৪ লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে জোট বাঁধছে বিরোধীরা। তাতে সামিল কংগ্রেস। আর বিরোধীদের এক ছাতার তলায় আনার কাজটা এগিয়ে করছেন মমতা। দিল্লি গিয়ে দেখা করেছেন সোনিয়া সহ বিরোধী নেতাদের সঙ্গে। সে কারণে মমতার বিরুদ্ধে প্রার্থী না দিয়ে আসলে তাঁকে একটি বার্তা দিতে চাইছেন সোনিয়া। সে কারণেই এই সিদ্ধান্ত।

সূত্র: আজকাল

আরও পড়ুন ::

Back to top button