Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
হুগলি

লালবাতি গাড়িতে বসে প্রকাশ্যে মদ খাচ্ছেন ডিএসপি, খোঁজ করতে বের হল ভুয়ো !

লালবাতি গাড়িতে বসে প্রকাশ্যে মদ খাচ্ছেন ডিএসপি, খোঁজ করতে বের হল ভুয়ো ! - West Bengal News 24

লালবাতি লাগানো গাড়িতে বসে গঙ্গার ধারে সুন্দর মনোরম পরিবেশে মদ্যপান করছিল এক ব্যক্তি। পরণে পুলিশের পোশাক। নিজেকে DSP বলে দাবি করে ওই ব্যক্তি। রাতের দিকে গঙ্গার পারে সরকারি গাড়ি দেখে সন্দেহ হয় টহলদারি পুলিশের। থানায় ডেকে জেরা করতেই প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য।

নিজেকে পুলিশ অফিসার বলে দাবি করা ব্যক্তি আদতে ভুয়ো। ঘটনাটি হুগলী জেলার চন্দননগরের। ধৃতের নাম সিদ্ধার্থ চক্রবর্তী বাড়ি চন্দননগর বক্সি গলিতে। এই সিদ্ধার্থের গ্রেফতারির সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গে ভুয়ো প্রশাসনিক আধিকারিকের তালিকায় আরও একটি নাম যুক্ত হয়ে গেল। ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে দেবাঞ্জন দেব গ্রেফতার হবার পর থেকেই একের পর এক ভুয়ো সিবিআই অফিসার, ভুয়ো আইনজীবি,ভুয়ো মানবাধিকার কর্মী গ্রেফতার হয়। এবার হুগলিতে ধরা পড়ল ভুয়ো পুলিশ অফিসার।

আরও পড়ুন : আগামী ৪৮ ঘন্টায় এইসব জেলায় ঝেঁপে নামবে বৃষ্টি, কড়া সতর্কতা আবহাওয়া দপ্তরের

পুলিশ সূত্রে জানা গিয়েছে যে বুধবার রাত ১১ টা ১৫ নাগাদ চন্দননগর স্ট্যান্ড রোডে রানীঘাটের কাছে একটি সাদা স্করপিও গাড়ি কে দাঁড়িয়ে থাকতে দেখে পুলিশ। গাড়িটির নম্বর WB 19J 7988 গাড়িটিতে লালবাতি ও হুটার লাগানো ছিল। সামনে গভঃ অফ ওয়েস্ট বেঙ্গল স্টিকার লাগানো ছিল। যা দেখে সন্দেহ হয় পুলিশের।

রানী ঘাট এলাকা থেকে ঢিল ছোড়া দূরত্বে চন্দননগর থানা। গাড়িটিকে আটক করে।গাড়ির মধ্যে পুলিশের পোশাক পড়া একজনকে বসে থাকতে দেখা যায়। জিজ্ঞাসা করলে সে নিজেকে ডিএসপি পরিচয় দেয় কাঁধে তিনটে তারা পুলিশের পোষাক, বুকে নেমপ্লেট হুবহু পুলিশ অফিসার। দেখে বোঝার উপায় নেই। কিন্তু কথা বলতেই মুখে মদের গন্ধ পেয়ে সন্দেহ বাড়ে। একজন ডিএসপি এত রাতে স্ট্যান্ডে মদ্যপান করছেন! তার সঙ্গে আরও দুজন ছিল।থানায় নিয়ে গিয়ে জেরা করতেই বেড়িয়ে আসে প্রকৃত সত্য।

আরও পড়ুন : ‘গুলি করে মেরে দেওয়া উচিত’, আউশগ্রামের তৃণমূল নেতা খুনে দলের যোগ নিয়ে মন্তব্য অনুব্রতর

চন্দনগর পুলিশ জানিয়েছে, চন্দননগর বক্সি গলির বাসিন্দা বছর ত্রিশের সিদ্ধার্থ চক্রবর্তী আগে মেডিকেল রিপ্রেজেনটেটিভ এর কাজ করত। এক সময় গাড়িও চালিয়েছেন। সেই সুবাদে জেলা প্রশাসনের গাড়ি চালায় এমন কয়েকজনের সঙ্গে আলাপও রয়েছে। বর্তমানে কিছুই করে না সিদ্ধার্থ। ডিএসপি সেজে ঘুরে বেড়ায়। চন্দননগর পুলিশ তার বিরুদ্ধে সুয়ো মোটো মামলা রুজু করেছে। বৃহস্পতিবার তাকে চন্দননগর আদালতে তোলা হবে।

সূত্র: কলকাতা টিভি

আরও পড়ুন ::

Back to top button