দঃ ২৪ পরগনা

বারুইপুরে রেল কারখানায় বিস্ফোরণ! জখম ১৫, এলাকায় চাঞ্চল্য

Baruipur Blast : বারুইপুরে রেল কারখানায় বিস্ফোরণ! জখম ১৫, এলাকায় চাঞ্চল্য - West Bengal News 24

বারুইপুর থানার অন্তর্গত ভারতিয়া এলাকায় বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। রেলের যন্ত্রাংশ তৈরির কারখানা BESCO-তে হটাত্‍ বিস্ফোরণ ঘটে।

সোমবার বিকেলে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর (Baruipur) থানার অন্তর্গত ভারতিয়া এলাকায় বিস্ফোরণের (Explosion) ঘটনায় চাঞ্চল্য ছড়াল। রেলের যন্ত্রাংশ তৈরির কারখানা (railway parts factory) BESCO-তে হটাত্‍ বিস্ফোরণ ঘটে। কারখানার ফার্নেসে বিস্ফোরণ ঘটে বলে জানা গিয়েছে। এই বিস্ফোরণের ফলে কারখানার পনেরোজন শ্রমিক কমবেশি জখম হন।

আরও পড়ুন : হাওড়া ব্রিজে দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা মারল যাত্রীবোঝাই বাস, আহত বহু

আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। অন্যদিকে আহতদেরকে উদ্ধার করে তড়িঘড়ি বারুইপুর মহকুমা হাসপাতালে চিকিত্‍সার জন্য পাঠানো হয়।

এঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদেরকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। কীভাবে এই বিস্ফোরণ ঘটল, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। কথা বলা হচ্ছে অন্যান্য কর্মীদের সঙ্গে। কারখানায় বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।

সূত্র: এশিয়া নেট

আরও পড়ুন ::

Back to top button