ম্যানহোলে আড়াই ঘণ্টা আটকে থাকলেন মহিলা, সাপুরজি-কাণ্ডে ক্ষুব্ধ এলাকাবাসী
ভোররাত থেকে শুরু হয়েছে বৃষ্টি। যা থামার কোনও লক্ষ্মণ নেই। শহর সহ জেলার একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। আর এই জল জমার জেরেই নিউটাউনের সাপুরজি এলাকায় ঘটে গেল এক দুর্ঘটনা। জল থইথই রাস্তার পিট বা ম্যানহোলে আটকে গেলেন এক মহিলা। প্রায় আড়াই ঘণ্টা সেই পিটের ভিতরে শরীরের অর্ধেক অংশ আটকে রইল তাঁর। দমকলকর্মীরা এসে তাঁকে উদ্ধার করেন।
টানা বৃষ্টির জেরে জলমগ্ন ছোট, বড় রাস্তা। যানজটে থমকে কলকাতার জনজীবন। জল নামাতে ম্যানহোল খুলে দেওয়া হয়েছে। সেখান থেকেই ঘটে গেল বিপত্তি। ম্যানহোলে আটকে গেলেন মহিলা। জানা গেছে স্থানীয় এক মহিলা বাজারে গিয়েছিলেন। জল থইথই রাস্তা ধরেই ফিরছিলেন তিনি। রাস্তার একটি পিটের উপরে থাকা ঢাকনাটি বেশ নড়বড়ে ছিল। রাস্তায় জল থাকায় অসাবধানতাবশত সেই পিটের উপর পা দিয়ে ফেলেন তিনি। সঙ্গে সঙ্গে পা সহ শরীরের অনেকটা অংশ পিটের ভিতরে ঢুকে যায়।
আরও পড়ুন : তথ্য গোপন করেছেন মমতা, এবার কমিশনের কাছে অভিযোগ জানিয়ে চিঠি প্রিয়াঙ্কার
যার জেরে জমা জলের মধ্যে আটকে পড়েন তিনি। বৃষ্টির জল কাদায় আটকে থাকতে থাকতে ক্রমশ অসুস্থ হয়ে পড়েন তিনি। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধারের চেষ্টা করলেও লাভ হয়নি। এরপর খবর যায় নিউটাউন এলাকার দেখভালের দায়িত্বে থাকা এনকেডিএ-র কাছে।
তাদের কর্মীরাও মহিলাকে উদ্ধার করতে পারেননি। এরপর এনডিআরএফ এবং দমকল কর্মীদের ডাকা হয়। শেষে প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় মহিলাকে উদ্ধার করেন দমকল কর্মীরা। বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে মহিলাকে। এই ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসীরা।
সূত্র: আজকাল