স্বর্গীয় দুলাল চন্দ্র মন্ডল এর স্মরণসভা ও মহতী রক্তদান শিবির আয়োজিত হলো তার নিজ বাসভবনে
দেবাঙ্কন সরকার
রানাঘাট উত্তর পূর্ব বিধানসভা র অন্তর্গত রঘুনাথপুর হীজুলী ২ নং গ্রাম পঞ্চায়েত এর সভাপতি প্রাণের মানুষ দয়াল মন্ডল গত ১৪ ই জুলাই মারা গেছেন। আজ তার ই স্মরণসভা আয়োজন করা হয়েছিল এবং তার স্মৃতির উদ্দেশ্যে মহতী এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল।
সকল পাড়ার ও গ্রামের লোকজন মিলে অনুষ্ঠান টি আয়োজন করেছিলেন।অনুষ্ঠান এ প্রায় ৫০ জন মত মানুষ রক্ত দিয়েছেন।
আরও পড়ুন : প্রেমের ফাঁদে প্রতারক ধরলেন কলকাতা পুলিশের এসআই!
স্মরণসভায় উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক সমীর কুমার পোদ্দার,ব্লক সভাপতি দেবাঞ্জন গুহ ঠাকুরতা সহ বিশিষ্ট মানুষেরা। এলাকায় আজ সারাদিন বৃষ্টি হওয়া সত্ত্বেও মানুষের ভিড় হয়েছিল।
সকলেই আজ ওনার সমন্ধে বিভিন্ন স্মৃতি মূলক কথা বললেন।এলাকায় মানুষের মাথার ওপর অভিভাবক স্বরূপ ছিলেন তিনি। যিনিই আসতেন ওনার কাছে কোনো দরকার এ ফিরিয়ে দিতেন না,ওনার হঠাৎ চলে যাওয়া মানতে পারছেন না কেউই।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওনার একমাত্র ছেলে দিপেন্দু মন্ডল,বৌমা অদিতি মন্ডল সহ স্ত্রী পূর্ণিমা মন্ডল। আজ কান্নায় ভেঙে পড়েন সকলেই।