Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজনীতিরাজ্য

রাজ্যসভা থেকে ইস্তফা দিলেন অর্পিতা ঘোষ, পদত্যাগের নেপথ্যে কারণ কী?‌ অভিষেককে চিঠি লিখলেন নেত্রী

Arpita Ghosh-Abhishek Banerjee : রাজ্যসভা থেকে ইস্তফা দিলেন অর্পিতা ঘোষ, পদত্যাগের নেপথ্যে কারণ কী?‌ অভিষেককে চিঠি লিখলেন নেত্রী - West Bengal News 24

লোকসভা ভোটে বালুরঘাট কেন্দ্র থেকে ২০১৪ সালে নির্বাচনে জয়ী হয়ে সাংসদ হন অর্পিতা ঘোষ (Arpita Ghosh)। মাঝে কিছুটা উত্থান পতনের পর, ২০২১ সালে বিপুল ভোটে বাংলার ক্ষমতায় আবারও তৃণমূল ফেরার পর, সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন অর্পিতা ঘোষ।

সম্প্রতি সংসদ ভবনের দরজার কাঁচ ভাঙা নিয়ে বিতর্কে জড়ালেও, কখনই তৃণমূলের সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হয়েছে বলে কানাঘুষোও শোনা যায়নি। কিন্তু তাঁর এইভাবে আকস্মিক ইস্তফা দেওয়ার ঘটনায়, বেশকিছুটা জলঘোলা শুরু হয়েছে রাজনীতির অন্দরে।

তবে একদিকে যখন জল্পনার পারদ চড়তে শুরু করেছিল, তখন অন্যদিকে সেই জল্পনায় জল ঢাললেন অর্পিতা ঘোষ নিজেই। একটি দীর্ঘ চিঠি লিখলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায়কে (Abhishek Banerjee)। বিস্তারিত জানালেন কেন, কি কারণে তিনি দল ছাড়লেন।

আরও পড়ুন : শেষরক্ষা হল না কলকাতায় এসেও, করোনায় প্রয়াত ত্রিপুরা সিপিএমের রাজ্য সম্পাদক

অর্পিতা ঘোষ চিঠিতে লেখেন, ‘নাটকের মঞ্চে এবং নাগরিক আন্দোলনে দীর্ঘ সময় কাটানোর পর তৃণমূল আমাকে কখনও লোকসভার সাংসদ হিসেবে, আবার কখনও জেলা সভাপতি হিসেবে কাজ করার সুযোগ দিয়েছে। এই কাজের সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ।

গত বিধানসভা নির্বাচনে দলের অভূতপূর্ব জয়ের পর আমি ভাবলাম, কোনও সংসদীয় মন্ত্রিত্ব ছাড়াই দলের কাজ করতে পারলে আমি বেশি খুশি হব। আমার লক্ষ্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যের মানুষের জন্য কাজ করা। আর সেই লক্ষ্যে মানুষের জন্য কাজ করার জন্যই পদত্যাগপত্র জমা দিচ্ছি এবং রাজ্যসভার চেয়ারম্যানের কাছেও পদত্যাগপত্র জমা দেব। আমার এই পদত্যাগ গ্রহণ করে, আমাকে এগিয়ে যেতে সাহায্য করলে খুশি হব’।

সূত্র: বাংলা হান্ট

আরও পড়ুন ::

Back to top button