বীরভূম

বিশ্বভারতী’র উপাচার্যের একনায়কতন্ত্রের প্রতিবাদে শান্তিনিকেতন জুড়ে মৌন মিছিলে অধ্যাপক-অধ্যাপিকারা

মৃন্ময় লাহিড়ী

বিশ্বভারতী’র উপাচার্যের একনায়কতন্ত্রের প্রতিবাদে শান্তিনিকেতন জুড়ে মৌন মিছিলে অধ্যাপক-অধ্যাপিকারা - West Bengal News 24

বিশ্বভারতী উপাচার্যের বিভিন্ন সিদ্ধান্তের বিরুদ্ধে ও বহিষ্কৃত পড়ুয়াদের পঠন-পাঠনে ফেরানোর দাবিতে এবার পথে নামলেন অধ্যাপক-অধ্যাপিকারা। প্রায় ৫০ জন অধ্যাপক-অধ্যাপিকা এদিন হাতে পোস্টার নিয়ে শান্তিনিকেতন রাস্তায় মৌন মিছিল করেন।

কলকাতা হাইকোর্টের নির্দেশের পরেও এখনও পর্যন্ত বহিষ্কৃত তিন পড়ুয়াকে পঠন-পাঠনে ফেরায়নি বিশ্বভারতী কর্তৃপক্ষ বলে অভিযোগ। দুবার কলকাতা হাইকোর্টে পড়ুয়াদের অবিলম্বে ফিরিয়ে নেওয়ার নির্দেশ দেয়। এছাড়া, বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী আধিকারিক, অধ্যাপক-অধ্যাপিকাদের ভার্চুয়াল বৈঠকে সঙ্গীতভবনের এক অধ্যাপককে ‘ধান্দাবাজ’ মন্তব্য করতে শোনা যায়।

আরও পড়ুন : বাংলার বাড়ি প্রকল্পের বিশেষ আলোচনা সভা বোলপুর পৌরসভায়

সেই অধ্যাপককে নিয়মবহির্ভূত ভাবেই নিয়োগ করার কথা স্বীকার করতেও শোনা যায় খোদ উপাচার্যকে৷ এমনই একটি ভিডিও প্রকাশ্যে আসায় বিতর্কও তৈরি হয়েছিল। এই সকল অভিযোগে এদিন উপাচার্যের বিরুদ্ধে এবার পথে নামলেন প্রায় ৫০ জন অধ্যাপক অধ্যাপিকা৷ বিশ্বভারতীর উপাসনা গৃহের সামনের থেকে হাতে পোস্টার নিয়ে শান্তিনিকেতন রাস্তা জুড়ে মৌন মিছিল করেন তারা।

অধ্যাপকদের মধ্যে সুদীপ্ত ভট্টাচার্য বলেন, “একের পর এক অনিয়ম করেই চলেছেন উপাচার্য। এখনও পর্যন্ত বহিষ্কৃত পড়ুয়াদের ফেরায়নি বিশ্বভারতী। হাইকোর্ট বলার পরেও ফেরাচ্ছেনা। এই উপাচার্য বিশ্বভারতীর পরিবেশ কলুষিত কিরছেন। আগামী দিনে আমরা আরও তীব্র প্রতিবাদ, আন্দোলন গড়ে তুলব।”

আরও পড়ুন ::

Back to top button