রাজনীতিরাজ্য

রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষকে অব্যাহতি

Dilip Ghosh : রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষকে অব্যাহতি - West Bengal News 24

রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষকে সরিয়ে দেওয়া হয়েছে। তার জায়গায় দায়িত্ব পেয়েছেন উত্তরবঙ্গের বালুরঘাটের এমপি ৪১ বছর বয়সী সুকান্ত মজুমদার। আর ৫৭ বছর বয়সী দিলীপ ঘোষকে (Dilip Ghosh) সর্বভারতীয় বিজেপির ভাইস প্রেসিডেন্ট করা হয়েছে।

বিজেপির সাংসদ ও সাবেক কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় (Babul Supriyo) দলত্যাগের তিন দিনের মাথায় পদ হারালেন তিনি।

এ বছর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে দুইশ আসনে জয়ের লক্ষ্য নির্ধারণ করে দলটি। তবে জয় পায় মাত্র ৭৭টিতে। এর মধ্যে চার এমএলএ তৃণমূলে ফিরে গেছেন।

আরও পড়ুন : তৃণমূল নেতাকে খুনের চেষ্টা, অভিযুক্ত বিজেপির প্রধান

পশ্চিমবঙ্গ বিজেপির নতুন সভাপতির দায়িত্ব পাওয়া সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) বোটানির শিক্ষক। তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) মাধ্যমেই নেতৃত্বে উঠে এসেছেন। তিনি বলেন, ‘দিলীপ ঘোষ বিজেপিকে আজকের অবস্থানে এনেছেন। পশ্চিমবঙ্গের শক্তিশালী বিরোধী দল এখন বিজেপি। এই উত্থানে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। এই জায়গা থেকে পার্টিকে আরও উঁচুতে নিয়ে যেতে চাই আমি।’

সুকান্ত মজুমদারকে অভিনন্দন জানিয়েছেন দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘জেপি নাড্ডা (বিজেপি সভাপতি) বিকেলে ফোন করেছিলেন আর বলেছেন আমাকে জাতীয় পর্যায়ে নিয়ে যাচ্ছেন। আমি মনে করি এটা আমার কাজ ও অবদানের স্বীকৃতি। আমিও বলেছি, সমাজ ও পার্টির নতুন চাহিদা মেটাতে পশ্চিমবঙ্গের বিজেপি নেতৃত্ব পরিবর্তনের প্রয়োজন।’

আরও পড়ুন ::

Back to top button