Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
টলিউড

বিয়ের খবর পাক্কা, মেনে নিলেন ঋতাভরী! ডিসেম্বরেই এনগেজমেন্ট

Ritabhari Chakraborty : বিয়ের খবর পাক্কা, মেনে নিলেন ঋতাভরী! ডিসেম্বরেই এনগেজমেন্ট - West Bengal News 24

কিছুদিন আগেই অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর বিয়ের খবরে নড়েচড়ে বসেছিল নেটপাড়া। নিমেষে রটে গিয়েছিল অভিনেত্রীর বিয়ের কথা। যাতে বলা হয়েছিল, ডিসেম্বরেই এনগেজমেন্ট। ২০২২ সালে বিয়ে করবেন অভিনেত্রী। তখন অবশ্য সামাজিক মাধ্যমে একটা স্টেটমেন্ট দিয়ে ঋতাভরী জানিয়েছিলেন, দুটো সার্জেরির পর সেরে ওঠার চেষ্টা করছেন। এই অবস্থায় তাঁর বিয়ের ভুয়ো খবর নিয়ে যেন কোনও মিডিয়া হাউজ স্টোরি না করে বা তাঁকে ফোন না করে।

তবে অবশেষে নিজের বিয়ের কথা নিজের মুখেই স্বীকার করে নিলেন। আনন্দবাজার ডিডিটালকে জানালেন, তাঁর বিয়ে নিয়ে আলোচনা বন্ধ করতেই সোশ্যাল মিডিয়ায় ‘বিয়ে করছি না’ স্টেটমেন্ট দিয়েছিলেন। সঙ্গে জানালেন, খবরটা ঠিকই ছিল। ডিসেম্বরেই এনগেজমেন্ট তাঁর। বর যে পেশায় ডাক্তার সেটাও মেনে নিলেন।

 

View this post on Instagram

 

A post shared by Ritabhari Chakraborty (@ritabhari_chakraborty)

ডিসেম্বরেই ডাক্তার-বন্ধু তথাগত চট্টোপাধ্যায়ের সঙ্গেই এনগেজমেন্ট সারবেন ঘরোয়াভাবে। তারপর অভিনেত্রীর বাড়িতেই দু’জনে লিভ ইন করবেন। করোনা পরিস্থিতি ঠিক হলে ২০২২-২৩ সালে বিয়েটা করে নেবেন। আর বেশ জাঁকজমক করেই বিয়ে করার ইচ্ছে আছে বলে জানিয়েছেন ঋতাভরী। সঙ্গে জানিয়েছেন বিয়ের পর দু’বাড়ির কাছাকাছি একটা ফ্ল্যাট নিয়ে নিজের সংসার পাতবেন।

আরও পড়ুন : সালমানের চেয়েও জনপ্রিয় পবনদীপ-অরুণিতা!

ঋতাভরীর কথায়, দু’-দুটো সার্জারির পর যখন শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়েছিলেন, তখনই পাশে পান তথাগতকে। যার সঙ্গে মিশে মনে হয়েছিল, তিনি কারও ওপর নির্ভর করতে পারেন। অসুস্থ থাকায় কফি বা মুভি ডেট হয়ে ওঠেনি। তবে ঋতাভরীর সঙ্গে দেখা করতে বাড়িতেই আসতেন তথাগত। আর ধীরে ধীরে সম্পর্কের ভিত আরও মজবুত হয়।

সূত্র: হিন্দুস্তান টাইমস

আরও পড়ুন ::

Back to top button