কলকাতাভাইরাল

জলে ডোবা নিউটাউনের রাস্তা থেকে ১৫ কেজি মাছ ধরল ভাইবোন

জলে ডোবা নিউটাউনের রাস্তা থেকে ১৫ কেজি মাছ ধরল ভাইবোন - West Bengal News 24

সপ্তাহের শুরুতেই প্রবল বৃষ্টিতে ভেসেছে কলকাতা সহ গোটা রাজ্য। রাস্তায় উঠে এসেছিল জল। আর সেই জলের মধ্যে কিলবিল করছে মাছ। যা দেখে আর লোভ সামলাতে পারেনি ভাইবোন। নিউটাউনের রাস্তায় জমা জলে হাত ডুবিয়ে কাতলা মাছ ধরলেন তাঁরা।

সারা রাত জালে উঠল ১৫ কেজির বেশি মাছ। মাছ ধরার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

কারিগরি ভবনের সামনে ওই ভিডিও তোলা হয়েছে। মঙ্গলবার রাতে ভাইয়ের সঙ্গে খাবার কিনতে যাচ্ছিল বোন। বাইকের আলো রাস্তার জলে পড়তেই ভাইবোনের চক্ষু চড়কগাছ। জলে কিলবিল করছে মাছ। বাইক থেকে নেমে ভাইবোন মাছ ধরতে শুরু করে দেয়।

আরও পড়ুন : এক ডালেই সাড়ে ৮শ’ টমেটো, গিনেস বুকে নাম

এমনকি বাড়িতে ফোন করে জাল নিয়ে আসা হয়। সকালে দেখা যায়, প্রায় ১৫ কেজি মাছ উঠেছে জালে।

ভাইবোনের দেখাদেখি অনেকেই মাছ ধরতে হাজির হন। সকালে ওই মাছ গোটা পাড়ায় বিলি করা হয়।

সূত্রঃ আজকাল

আরও পড়ুন ::

Back to top button