জাতীয়

আমেরিকা থেকে ফিরেই সংসদ ভবনের নির্মাণস্থল পরিদর্শনে মোদি

আমেরিকা থেকে ফিরেই সংসদ ভবনের নির্মাণস্থল পরিদর্শনে মোদি - West Bengal News 24

তিন দিনের মার্কিন সফর করে ফেরার ২৪ ঘণ্টা পর হয়নি তখনও। রবিবার রাত ৮ টা ৪৫ মিনিট নাগাদ প্রধানমন্ত্রী দিল্লিতে নতুন সংসদ ভবনের নির্মাণস্থল পরিদর্শন করেন। এদিন মোদিকে দেখা যায় সাদা কুর্তা-চুড়িদারে। মাথায় সাদা হেলমেট। সেখানে প্রায় এক ঘন্টা ছিলেন তিনি। নির্মাণকাজে নিজে জরিপ করেন। নকশা দেখেন। ইঞ্জিনিয়ারদের সঙ্গে আলোচনাও করেন।

নতুন সংসদ ভবনটি তৈরি হচ্ছে ৬৪ হাজার ৫০০ বর্গমিটার অংশজুড়ে।

আরও পড়ুন : ‘আদালত অবমাননার ভয় করবেন না’, অফিসারদের নির্দেশ ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের

যার খরচ আনুমানিক ৯৭১ কোটি টাকা। এর মধ্যে থাকবে বিশাল সংবিধান হল। যেখানে ভারতের গণতান্ত্রিক ঐতিহ্য, সংসদ সদস্যদের জন্য একটি স্থান, একটি লাইব্রেরি, একাধিক কমিটি রুম, ডাইনিং এবং পর্যাপ্ত পার্কিং স্পেস থাকবে।

ভবনটিতে ৮৮৮ জন লোকসভা সদস্যের বসার জায়গা থাকবে। এবং রাজ্যসভার সদস্যদের জন্য ৩৮৪টি আসন থাকবে। ২০২২ সালের মধ্যে নির্মাণ কাজ শেষ হবে বলে আশাবাদী ইঞ্জিনিয়াররা। গত ৪ ফেব্রুয়ারি নির্মীয়মান সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের ভূমিপুজো করেছিলেন প্রধানমন্ত্রী।

সূত্র: আজকাল

আরও পড়ুন ::

Back to top button