ফ্রান্সের প্রেসিডেন্টের দিকে ডিম ছুড়লেন যুবক(ভিডিও)
ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর দিকে ডিম ছুড়েছেন এক যুবক। ফ্রান্সের দক্ষিণপূর্বাঞ্চলীয় লিয়ন শহরে সোমবার আন্তর্জাতিক ক্যাটারিং, হোটেল এবং খাদ্য বাণিজ্য মেলা পরিদর্শনের সময় ম্যাক্রোঁর দিকে ডিম ছোড়া হয় বলে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।
ডিমটা ম্যাক্রোঁর কাঁধে লেগে নিচে পড়ে যায় বলে ওই প্রতিবেদনে জানা গেছে।
হামলাকারীকে সঙ্গে সঙ্গে ঘটনাস্থল থেকে সরিয়ে দেওয়া হয়। হামলাকারীর সঙ্গে পরে কথা বলার চেষ্টা করবেন বলে জানিয়েছেন ম্যাক্রোঁ। তবে ওই যুবকের পরিচয় জানানো হয়নি।
ম্যাক্রোঁর জন্য মেলার আয়োজনকারীদের উষ্ণ অভ্যর্থনার মধ্যেই এই ঘটনা ঘটল।
আরও পড়ুন : আফগানিস্তানে দাড়ি কাটানোতে তালেবানের নিষেধাজ্ঞা
ফ্যান্সের রাজনীতিবিদদের ওপর ডিম হামলার ঘটনা বিরল নয়। ম্যাক্রোঁও এর আগে ডিম বিড়াম্বনার শিকার হয়েছেন।
২০১৭ সালে ম্যাক্রোঁ যখন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী ছিলেন, তখন প্যারিসের জাতীয় কৃষি মেলায় ভীড়ের মধ্যে থেকে তার মাথায় ডিম ছুড়ে মারা হয়েছিল।
কয়েকমাস আগেই ফ্রান্সের দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের এক শহরে পূর্বনির্ধারিত সফরে গিয়ে প্রকাশে চড় খান ম্যাঁক্রো। প্রেসিডেন্ট ব্যারিকেডের বাইরে থাকা জনতার সঙ্গে হাত মেলাতে গেলে ড্যামিয়েন ট্যারেল (২৮) নামে এক যুবক তাকে চড় মারেন।
Either @EmmanuelMacron is protected by an invisible shield or someone just threw a boiled egg. pic.twitter.com/JTf5fZsAMf
— 🆃🅷🅴 🅼🅰🆁🅺🅴🆃 🅳🅾🅶 ™️ (@TheMarketDog) September 27, 2021