জাতীয়

১ জানুয়ারি থেকে নিষিদ্ধ প্লাস্টিক বোতলে ভরা পানীয় জল : সিকিম মুখ্যমন্ত্রী

Prem Singh Tamang : ১ জানুয়ারি থেকে নিষিদ্ধ প্লাস্টিক বোতলে ভরা পানীয় জল : সিকিম মুখ্যমন্ত্রী - West Bengal News 24

পরিবেশ বাঁচাতে প্লাস্টিক ক্যারিব্যাগ ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি আছে সিকিমে৷ এবার জলের বোতল বিক্রি পুরোপুরি নিষিদ্ধ হতে চলেছে বাঙালির অন্যতম প্রিয় পর্যটন কেন্দ্রে৷ শনিবার গান্ধী জয়ন্তীর দিন রাজ্যের মুখ্যমন্ত্রী পি এস টামাং ঘোষণা করেন, সিকিমে মিনারেল ওয়াটার বিক্রি করা যাবে না৷ আগামী বছর ১ জানুয়ারি থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে৷

হঠাৎ বোতলবন্দি জলের উপর কোপ কেন? মুখ্যমন্ত্রীর জবাব, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সিকিম প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ৷ সেখান থেকেই পানীয় জলের চাহিদা মিটবে৷ ওই জলের গুণগত মান খুব ভালো৷ তাই আগামী বছর থেকে সিকিমে মিনারেল ওয়াটারের ব্যবহার ভুলে যেতে হবে৷ প্রাকৃতিক জলের উপর জীবনধারণে অভ্যস্ত হয়ে উঠতে হবে সবাইকে৷

আরও পড়ুন : ৬ রাউন্ডেই ভবানীপুরে ২৩,৫০০ ভোটে এগিয়ে মমতা

এর অর্থ আগামী বছর থেকে সিকিমে বেড়াতে গিয়ে কোনও পর্যটক মিনারেল ওয়াটার কিনতে পারবেন না৷ ব্যবসায়ীদের স্টক ক্লিয়ার করার জন্য তিন মাস সময় দেওয়া হয়েছে৷ এই তিনমাসের মধ্যে স্টকে থাকা জলের বোতল বিক্রি করে ফেলতে হবে৷ তবে এটা সিকিম সরকারের কোনও নতুন পদক্ষেপ নয়৷ কয়েকবছর আগে উত্তর সিকিমের লাচুং ও লাচেনের গ্রামে নিষিদ্ধ করা হয়েছিল মিনারেল ওয়াটার৷ পরিবেশকে প্লাস্টিক দূষণের হাত থেকে রক্ষা করতেই ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল৷

সূত্র: কলকাতা টিভি

আরও পড়ুন ::

Back to top button