কলকাতারাজনীতি

নিজের রেকর্ড ভেঙে ভবানীপুরে জয়ী মমতা, ৫৮ হাজারের বেশি ভোটে রেকর্ড মুখ্যমন্ত্রীর

Bhabanipur Bypoll Results 2021 : নিজের রেকর্ড ভেঙে ভবানীপুরে জয়ী মমতা, ৫৮ হাজারের বেশি ভোটে রেকর্ড মুখ্যমন্ত্রীর - West Bengal News 24

৫৮ হাজার ৮৩২ ভোটে জয়ী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ভবানীপুর উপনির্বাচনে বড় মার্জিনে জয় পেলেন তিনি। ধারেকাছে নেই বিজেপি।

এদিন সকালে গণনার শুরু থেকেই বড় ব্যবধানে ভবানীপুরে এগিয়ে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাকি প্রার্থীদের কাউকেও ধারেকাছে দেখা যাচ্ছিল না। বিজেপির প্রিয়াঙ্কা টিবরেওয়ালও ছিলেন অনেক পিছিয়ে।

শেষ পর্যন্ত প্রত্যাশামতোই জিতলেন তৃণমূল সুপ্রিমো। শুধু তাই নয়, রেকর্ড মার্জিনে জয় পেলেন তিনি। উপনির্বাচন হলেও ভবানীপুরের ভোটের আলাদা তাত্‍পর্য ছিল এবার।

আরও পড়ুন : অভিষেক যে দিন বিজেপিতে যাবেন, সে দিন তৃণমূলে ফিরতে পারি: রুদ্রনীল

কারণ এই ভোটের ফলাফলের উপর নির্ভর করে ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রীত্বের ভাগ্য। নন্দীগ্রাম থেকে তিনি শুভেন্দু অধিকারীর বিপরীতে হেরে গিয়েছিলেন। তাই মুখ্যমন্ত্রীর চেয়ারে টিকে থাকার জন্য কোনও কেন্দ্র থেকে জেতা দরকার ছিল।

ভবানীপুর বরাবরের মতো মমতাকে ফেরাল না। এই কেন্দ্রে জয়ের হ্যাটট্রিক করলেন তিনি।

সূত্র: দ্য ওয়াল

আরও পড়ুন ::

Back to top button