রাজনীতিরাজ্য

‘শুভেন্দু পাগল, বিজেপি ছাগল’, ভবানীপুরে মমতার জয়ের পর ফের বেফাঁস মন্তব্য অনুব্রতর

Anubrata Mondal : ‘শুভেন্দু পাগল, বিজেপি ছাগল’, ভবানীপুরে মমতার জয়ের পর ফের বেফাঁস মন্তব্য অনুব্রতর - West Bengal News 24

ভবানীপুরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরাট জয়ের পর বিজেপি-কে নিশানা করতে বিস্ফোরক মন্তব্য করে বসলেন বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। শুধু ভবানীপুরই নয়, মুর্শিদাবাদের দুই কেন্দ্র শমসেরগঞ্জ এবং জঙ্গিপুরেও তৃণমূলের জয় নিশ্চিত হতেই গোটা রাজ্য জুড়ে জোড়াফুল শিবিরের নেতা, কর্মী ও সমর্থকদের বাঁধভাঙা উচ্ছ্বাসের ছবি সামনে এসেছে। তার মাঝেই বিজেপি-কে ‘ছাগলের দল’ বলে কটাক্ষ করলেন অনুব্রত।

ভবানীপুর উপনির্বাচনে রেকর্ড ভোটে জয়লাভ করেছেন মমতা। বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়ালকে ৫৮ হাজার ৮৩৫ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন তিনি। সেই প্রসঙ্গেই অনুব্রত বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় জিতবেন না তো কে জিতবেন? আমি তো আগেই বলেছিলাম, ৬০-৮০ হাজার ভোটে জিতবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষ তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ দেখে ভোট দিয়েছেন। এই লক্ষ্মীর ভাণ্ডার, এই দুয়ারে সরকার। আর অন্য দিকে বিজেপি-র কথাও শুনছে। মানুষ দিদিকেই ভোট দেবেন, এটাই স্বাভাবিক।’’

আরও পড়ুন : অভিষেক যে দিন বিজেপিতে যাবেন, সে দিন তৃণমূলে ফিরতে পারি: রুদ্রনীল

গত বিধানসভা নির্বাচনের পর তিন কেন্দ্রে নির্বাচনেও বিজেপি-র ভরাডুবি নিয়ে মন্তব্য করতে গিয়ে অনুব্রত আরও বলেন, ‘‘বিজেপি কী করবে বিজেপি-ই জানে। ঘরে বসে থাকবে নাকি মুখ থুবড়ে থাকবে নাকি ছাগলের মতো চার পায়ে হাঁটবে, সেটা ওরা ভাল বলতে পারবে। বিজেপি ছাগল, বিড়ালের দল।’’

গত বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে ভোটের ফল নিয়ে মন্তব্য করেন অনুব্রত। বলেন, ‘‘আদালত যদি রায় দেয় আর যদি নন্দীগ্রামে আবার গণনা হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ই জিতবেন।’’ সেই প্রসঙ্গে বলতে গিয়েই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ‘পাগলের বাচ্চা’ বলেও মন্তব্য করেন তিনি।

অনুব্রতের এই মন্তব্য প্রকাশ্যে আসতেই বিতর্ক শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। সরাসরি না বললেও নিজের বক্তব্যে তৃণমূল সাংসদ সৌগত রায় বুঝিয়ে দিয়েছেন, বীরভূমের জেলা সভাপতির মন্তব্য পছন্দ করছে না দল। সৌগতর কথায়, ‘‘কেউ প্রতিক্রিয়া দেওয়ার ক্ষেত্রে আগে দলের কাছে অনুমেোদন নিয়ে প্রতিক্রিয়া দেন না। আমি হলে হয়তো এমন শব্দের ব্যবহার করতাম না।

আরও পড়ুন : কোনও বিজয় উৎসব নয়, নিষেধাজ্ঞা জারি কমিশনের, মানবে কে?

প্রত্যেক ব্যক্তির নিজের মতো করে কথা বলার অধিকার আছে। অনুব্রতও তাই করেছেন। বিজেপি নেতারাও তো অনেক সময় এই ধরনের শব্দের প্রয়োগ করে থাকেন।’’

অনুব্রতের মন্তব্য প্রসঙ্গে বীরভূমে বিজেপি-র জেলা সভাপতি ধ্রুব সাহা বলেন, ‘‘এমন মন্তবের কোনও উত্তর দেব না। আজ বিজেপি যা ভোট পেয়েছে, তাতে আমাদের আগামী দিনে লড়তে সুবিধা হবে।’’

সূত্র: আনন্দবাজার

আরও পড়ুন ::

Back to top button