জাতীয়

ফলের রস ভেবে পানীয়তে চুমুক, হৃদরোগে আক্রান্ত হয়ে মত্যু শিশুর

ফলের রস ভেবে পানীয়তে চুমুক, হৃদরোগে আক্রান্ত হয়ে মত্যু শিশুর - West Bengal News 24

ফলের রস (Fruit Juice)ভেবে ব্র্যান্ডিতে চুমুক। যার জেরে মৃত্যু হয় বছর চারেকের এক শিশুর। তামিলনাড়ুর (Tamil Nadu) থিরুপাকুট্টাই গ্রামের ওই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

রিপোর্ট প্রকাশ, গত ১ অক্টোবর থিরুপাকুট্টাই গ্রামে ওই ঘটনা ঘটে। দাদু চিন্নাস্বামী বাড়িতে থাকাকালীন এস রুথ্রেশস নামে বছর চারেকের এক শিশু ফলের রস মনে করে পানীয়তে ( Liquor ) চুমুক দেয়। ঘটনার পরপরই ওই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় ওই শিশুর।

আরও পড়ুন : দুর্ঘটনায় আহতদের হাসপাতালে নিয়ে গেলে মিলবে পুরস্কার, বছরে পেতে পারেন ১.২৫ লাখ টাকা! জানুন বিস্তারিত

সম্প্রতি থিরুপাকুট্টাই গ্রামে এক রাজনৈতিক নেতার মিছিলে হাজির হতে যান এস রুথ্রেশের বাবা, মা। ওই সময় দাদুর সঙ্গে বাড়িতে ছিল বছর চারেকের ওই শিশু (Children)।

চিন্নাস্বামী পানীয়র বোতলে চুমুক দিয়ে প্রথমে অসুস্থ হয়ে পড়ে ওই শিশু। এরপর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। তঘটনার জেরে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

সূত্র: লেটেস্ট লি

আরও পড়ুন ::

Back to top button