জাতীয়

পুজোর মুখে ফের ঊর্ধ্বমুখী সংক্রমণ, দৈনিক মৃত্যু তিনশো পার

India Corona Update : পুজোর মুখে ফের ঊর্ধ্বমুখী সংক্রমণ, দৈনিক মৃত্যু তিনশো পার - West Bengal News 24

উৎসবের বাদ্যি বেজে গিয়েছে। গোটা দেশ করোনার (COVID-19) আতঙ্ক ভুলে উৎসবে মাতার অপেক্ষায়। কিন্তু মহামারীর আতঙ্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না। গত দু’দিন দেশের দৈনিক সংক্রমণ কমবেশি নিয়ন্ত্রণে থাকলেও বৃহস্পতিবার ফের তা একলাফে অনেকটা বেড়েছে। পরপর দু’দিন দৈনিক সংক্রমণ ২০ হাজারের নিচে থাকলেও এদিন তা ফের ২২ হাজারের গণ্ডি পেরিয়েছে।

বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ২২ হাজার ৪৩১ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। যা আগের দিনের থেকে অনেকটা বেশি। এই মুহূর্তে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩৮ লক্ষ ৯৪ হাজার ৩১২।

আরও পড়ুন : মন্ত্রীর ছেলের বিরুদ্ধে এখনও কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ? প্রশ্ন লখিমপুরে মৃতের পরিবারের

এদিকে দেশে একদিনে কোভিড-১৯-এ প্রাণ হারিয়েছেন ৩১৮ জন। দীর্ঘদিন বাদে একদিনের মৃতের সংখ্যাটা তিনশোর গণ্ডি পেরল। যা নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে। দেশে এখনও পর্যন্ত করোনার বলি ৪ লক্ষ ৪৯ হাজার ৫৩৮ জন।

দৈনিক সংক্রমণ ও মৃত্যু বাড়লেও গত ২৪ ঘণ্টায় স্বস্তি দিয়েছে করোনার অ্যাকটিভ কেস। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা ২ লক্ষ ৪৪ হাজার ১৯৮ জন। যা গত কয়েক মাসে সর্বনিম্ন। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ৩২ লক্ষ ২৫৮ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ২৪ হাজার ৬০২ জন।

কোভিড রুখতে টিকাকরণকেই প্রধান অস্ত্র হিসেবে বেছে নেওয়া হয়েছে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে মোট ৯২ কোটি ৬৩ লক্ষেরও বেশি মানুষ করোনার টিকা পেয়েছেন। এর মধ্যে গতকালই টিকা পেয়েছেন প্রায় ৪৩ লক্ষ নাগরিক।

সূত্র: সংবাদ প্রতিদিন

আরও পড়ুন ::

Back to top button