Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
জাতীয়

২০৫ দিনে সর্বনিম্ন অ্যাক্টিভ কেস দেশে, এক নজরে শেষ ২৪ ঘণ্টার করোনা গ্রাফ

India Corona Update : ২০৫ দিনে সর্বনিম্ন অ্যাক্টিভ কেস দেশে, এক নজরে শেষ ২৪ ঘণ্টার করোনা গ্রাফ - West Bengal News 24

করোনা ভাইরাসের প্রার্দুভাবে ২০২০ সালের পর ২০২১ সালেও দুর্গাপুজো ঘিরে একাধিক বিধি লাগু রয়েছে। এদিকে, করোনার দাপট কিছুতেই নামছে না দেশে। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ২১,২৫৭ জন হয়েছে। অ্যাক্টিভ কেস নেমে এসেছে হু হু করে। ২০৫ দিনের মধ্যে এখন সর্বনিম্ন করোনার অ্যাক্টিভ কেস। বর্তমানে করোনার অ্যাক্টিভ ২,৪০,২২১ জন।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে যে, শেষ ২৪ ঘণ্টায় দেশে ২১ হাজার জন আক্রান্ত হয়েছেন। যে সংখ্যা গতকাল স্বাস্থ্যমন্ত্রকের তরফে দেওয়া হয়েছে, তাতে দেখা গিয়েছে, দেশে গতকালের রিপোর্টে শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২২ হাজারের ঘরে ছিল। ফলে সেই জায়গা থেকে কমে এসেছে করোনার দৈনিক আক্রান্তের সংখ্যা। তবে উদ্বেগ থেকেই যাচ্ছে ডেল্টার মতো ভ্যারিয়েন্টের জেরে। এদিকে, গতকালের তুলনায় এদিন কমে গিয়েছে করোনার আক্রান্তের দৈনিক সংখ্যা।

এই পরিস্থিতিতে এদিকে, শেষ ২৪ ঘণ্টায় সারা দেশে ২৭১ জন করোনা রোগীর মৃত্যুর খবর এসেছে। এদিকে, কেরলের সংখ্যা যেমন দেশের সার্বিক আক্রান্তের সংখ্যা ঘিরে রীতিমতো উদ্বেগ তৈরি করছে, তেমনই তিন দিন আগের একটি মিডিয়া রিপোর্ট অনুযায়ী, দেখা গিয়েছে, রাজস্থানের একাধিক জেলায় করোনা পরিসংখ্যানের খবর ৫০ দিন ধরে দেওয়া হয়নি।

আরও পড়ুন : ফের মুখোমুখি ভারত-চিন, অরুণাচল সীমান্তে ২০০ চিনা ফৌজকে রুখল ভারতীয় সেনা

যদিও ঘটনার সত্যতা নিয়ে নানা মহলে প্রশ্ন রয়েছে। এদিকে, ওনামের পর থেকে কেরলের পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হতে শুরু করে দিয়েছে। যারফলে দেশে সার্বিক করোনা আক্রান্তের সংখ্যার প্রায় ৫০ শতাংশই কেরলের করোনা অঙ্কের উপর নির্ভর করেছিল।

বর্তমানে যা পরিস্থিতি তাতে দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যা ১ শতাংশের কম। বর্তমানে সক্রিয় আক্রান্তের শতাংশ ০.৭১ । শেষবার মার্চ ২০২০ তে সক্রিয় আক্রান্তের সংখ্যা সবচেয়ে কমেছিল। তারপর তা বেড়ে যেতে থাকে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, ৫০ লাখ ১৭ হাজার ৭৫৩ জনকে করোনা ভ্যাকসিন দেওয়া হয়েছে শেষ ২৪ ঘণ্টায়।

সারা দেশে মোট ৯৩ হাজার ১৭ লাখ ১৭ হাজার ১৯১ জনকে করোনা ভ্যাকসিন দেওয়া হয়েছে। এপর্যন্ত করোনা টেস্ট হয়েছে, ১৩ লাখ ৮৫ হাজার ৭০৬ জনের। মোট ৫৮ কোটি ৪৩ হাজার, ১৯০ টি নমুনা টেস্ট করা হয়েছে। গতকাল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে যে হিসাব দেওয়া হয়েছে, তাতে বলা হয়েছে, শেষ ২৪ ঘণ্টায় ২৪,৬০২ জন, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩১৮ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩,৩৮,৯৪,৩১২ জন।

সূত্র: ওয়ান ইন্ডিয়া

আরও পড়ুন ::

Back to top button