জানা-অজানাবিচিত্রতা

নীতা আম্বানীর এক ঢোক জলের দাম কয়েক লাখ টাকা

Nita Ambani : নীতা আম্বানীর এক ঢোক জলের দাম কয়েক লাখ টাকা - West Bengal News 24

বিশ্বের অন্যতম ধনী মুকেশ আম্বানীর স্ত্রী নীতা আম্বানী যে জল পান করেন, তা বিশ্বের সবচেয়ে দামি জল দাবি করা হয়। ৭৫০ মিলিলিটার জলের বোতলের দাম প্রায় ৬০ হাজার ডলার। যা ভারতীয় মুদ্রায় ৪৪ লক্ষ টাকারও বেশি।

স্বাস্থ্যকে তরতাজা রাখতে যে জল নীতা পান করেন তার নাম ‘অ্যাকোয়া ডি ক্রিস্টালো ট্রিবিউটো আ মদিগ্লিয়ানি’। এটি বিশ্বের সবচেয়ে দামি জলের মধ্যে একটি। বোতলবন্দি ওই জল আসে ফ্রান্স এবং ফিজি থেকে। দাবি করা হয়, এই জল স্বর্ণভস্ম মিশ্রিত। ৫ গ্রাম স্বর্ণভস্ম থাকে এতে। যা মানবদেহের পক্ষে খুবই স্বাস্থ্যকর। সে জন্যই এই জলের দাম লক্ষ লক্ষ টাকা।

আরও পড়ুন : মেয়েদের অন্তর্বাস চুরির শখ! একটা-দুটো নয় ৭০০ অন্তর্বাস চুরি! জাপানে গ্রেফতার প্রৌঢ়

দাম বেশি হওয়ার আরও কারণ আছে। শুধু জল নয়, বোতলের জন্যও এই জলের দাম এত বেশি। ২০১০-এ ‘অ্যাকোয়া ডি ক্রিস্টালো ট্রিবিউটো আ মদিগ্লিয়ানি’ গিনেস বুকে বিশ্বের সবচেয়ে দামি জলের বোতল হিসেবে খ্যাতি পেয়েছিল। বোতলের নকশা তৈরি করেছিলেন ফার্নান্দো আলতামিরানো। চামড়ার খাপে থাকে ২৪ ক্যারেট সোনা দিয়ে তৈরি এই বোতল। এই ব্র্যান্ডের সবচেয়ে সস্তা বোতলের দাম ২২ হাজার টাকা।

সূত্র: আনন্দবাজার

আরও পড়ুন ::

Back to top button