খেলা

মাইলফলক ছোঁয়ার ম্যাচে গোল পেলেন রোনালদো

Cristiano Ronaldo : মাইলফলক ছোঁয়ার ম্যাচে গোল পেলেন রোনালদো - West Bengal News 24

ইউরোপের ফুটবল খেলুড়ে দেশগুলোর খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি ম্যাচ খেলার মাইলফলক শনিবার রাতে স্পর্শ করেন ক্রিস্টিয়ানো রোনালদো। বিশ্বকাপের আয়োজক কাতারের বিপক্ষে এদিন তিনি রেকর্ড ১৮১তম ম্যাচে মাঠে নামেন।

পেছনে ফেলেন সার্জিও রামোসকে (১৮০)। মাইলফলক ছোঁয়ার ম্যাচে গোলও পেয়েছেন তিনি। তার গোলে ভর করে কাতারকে ৩-০ গোলে হারিয়েছে পর্তুগাল।

ঘরের মাঠে আন্তর্জাতিক এই প্রীতি ম্যাচের শুরুতে বেশ কয়েকবার সুযোগ পেয়েও গোল করতে পারেননি রোনালদো। তবে ৩৭ মিনিটে কাতারের রক্ষণভাগের খেলোয়াড়ের গায়ে লেগে ফিরে আসা বল থেকে গোল করেন তিনি। ক্রসে তাকে গোলে সহায়তা করেন ম্যানইউ সতীর্থ দিয়েগো দালত।

আরও পড়ুন : বিশ্বকাপে ভারতের হয়ে ওপেন করবেন ইশান কিশান

এটা ছিল জাতীয় দলের হয়ে তার রেকর্ড ১১২তম গোল। যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ।

বিরতির পর (৪৮ মি.) হোসে ফন্টে গোল করে ব্যবধান বাড়ান। আর ৯০ মিনিটে অভিষিক্ত রাফায়েল লিয়াও এর ক্রস থেকে হেডে গোল করেন আন্দ্রে সিলভা। তাতে ৩-০ ব্যবধানের জয় নিশ্চিত হয় ফার্নান্দো সিলভার শিষ্যদের।

আরও পড়ুন ::

Back to top button