উত্সবের মাঝে সুখবর! কমছে সংক্রমণ, দেশে গত ২৪ ঘণ্টায় করোনার বলি দু’শোরও কম
দেশে মারণ করোনাভাইরাসে দৈনিক আক্রান্তর সংখ্যা কমল। দেশে টানা দ্বিতীয় দিন দৈনিক আক্রান্তের সংখ্যা নিম্নমুখী রয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সোমবারের পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্তর সংখ্যা ১৮,১৩২।
গত একদিনে সংক্রমণ থেকে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ২১,৫৬৩। গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ১৯৩। গতকালের পরিসংখ্যান অনুযায়ী, দৈনিক করোনা আক্রান্তর সংখ্যা ছিল ১৮ হাজার ১৬৬।
আরও পড়ুন : কাশ্মীরের অনন্তনাগ ও বান্দিপোরায় সেনার গুলিতে খতম দুই জঙ্গি
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্তের চেয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা বেশি। এরফলে দেশে অ্যাক্টিভ করোনা আক্রান্তর সংখ্যা কমে হয়েছে ২ লক্ষ ২৭ হাজার ৩৪৭।
দেশে এখনও পর্যন্ত করোনাকে হারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৩ কোটি ৩২ লক্ষ ৪৭৮। দেশে করোনায় এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ৪ লক্ষ ৫০ হাজার ৭৮২।
India reports 18,132 new COVID-19 cases, 21,563 recoveries, and 193 deaths in the last 24 hours
Active cases: 2,27,347
Total recoveries: 3,32,93,478
Death toll: 4,50,782Total vaccination: 95,19,84,373 pic.twitter.com/EgWxWyER0Q
— ANI (@ANI) October 11, 2021