জাতীয়

স্থানীয় নির্বাচনে মাত্র ১ ভোট পেলেন এই BJP নেতা! ভোট পেলেননা বাড়ির লোকেরও

স্থানীয় নির্বাচনে মাত্র ১ ভোট পেলেন এই BJP নেতা! ভোট পেলেননা বাড়ির লোকেরও - West Bengal News 24

তামিলনাড়ুর (TamilNadu) পঞ্চায়েত ভোটে (Vote) মাত্র ১টি ভোট পেয়ে নজির গড়লেন বিজেপি (BJP) নেতা৷ তিনি আবার জেলা যুব মোর্চার সভাপতি৷ শুধু তাই নয়, তাঁর পরিবারের সদস্যদের মধ্যে পাঁচ ভোটার ভোট দিয়েছেন৷ তার পরও ওই বিজেপি প্রার্থীর প্রাপ্ত ভোটের সংখ্যা ১ ৷ এই খবর প্রকাশ পেতেই টুইটারে ভাইরাল হয়েছে৷ ‘হ্যাশট্যাগ সিঙ্গেল ভোট ফর বিজেপি’ ট্রেন্ডিং চলছে৷

তামিলনাড়ুর কোয়েম্বাটুর জেলার বাসিন্দা ওই বিজেপি নেতার নাম ডি কার্তিক ৷ তিনি কুরুদম্পালয় পঞ্চায়েতের নবম ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ভোটের ফলাফল প্রকাশ পেতেই খবরের শিরোনামে তিনি৷ তাঁর খবর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করেছে৷

লেখিকা এবং সমাজকর্মী মীনা কান্দাসামি টুইট করে লেখেন, “বিজেপি প্রার্থী স্থানীয় সংস্থা নির্বাচনে মাত্র একটি ভোট পেয়েছেন। তাঁর পরিবারের অন্য চারজন ভোটারকে নিয়ে গর্বিত৷ যারা অন্যদের ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।” আরেক টুইটার ব্যবহারকারী লেখেন, কার্তিক তাঁর নির্বাচনী প্রচারের জন্য যে পোস্টারগুলি প্রকাশ করেছিলেন, তাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং তাঁর সহ সাতজন নেতার ছবি ছিল৷ কিন্তু তিনি মাত্র একটি ভোট পেয়েছেন।

আরও পড়ুন : দুই চাকায় অটো চালিয়ে গিনেস বুকে নাম তুললেন এক অটোচালক

সর্বভারতীয় সংবাদ মাধ্যম দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসকে ডি কার্তিক বলেন, আমি বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করিনি৷ গাড়ি চিহ্নে আমি নির্দল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম৷ আমার পরিবারের বাকি চার জন ৪ নম্বর ওয়ার্ডের ভোটার৷ তাই, সামাজিক মাধ্যমে আমাকে বিজেপি প্রার্থী বলে ট্রোল করা হচ্ছে তা ভুল৷

উল্লেখ্য, গত ৬ অক্টোবর থেকে ৯ অক্টোবর তামিলনাড়ুতে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয়৷ ২৭ হাজার ৩ কেন্দ্রে ৭৯ হাজার ৪৩৩ জন প্রতিদ্বন্দ্বিতা করেন৷

সুত্র : কলকাতা টিভি

আরও পড়ুন ::

Back to top button