Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বলিউড

ফি দিতে যুবকের রাস্তায় গান, প্রশংসায় ভাসালেন হৃতিক

Hrithik Roshan : ফি দিতে যুবকের রাস্তায় গান, প্রশংসায় ভাসালেন হৃতিক - West Bengal News 24

বলিউড অভিনেতা হৃতিক রোশান। সম্প্রতি এক যুবকের গান শুনে প্রশংসায় ভাসালেন এই অভিনেতা।

শাকিল নামের এক উঠতি গায়ক রাস্তায় গিটার নিয়ে কুমার শানুর গাওয়া জনপ্রিয় গান ‘যাব কই বাত বিগার যায়ে’ গানটি পারফর্ম করেন। পরবর্তী সময়ে মাইক্রোব্লগিং সাইট টুইটারে অঙ্কিত টুডে নামের একটি অ্যাকাউন্ট থেকে তার পারফর্ম্যান্সের ভিডিও পোস্ট করা হলে সেটি ভাইরাল হয়।

২ মিনিট ১০ সেকেন্ডের এই ক্লিপে দেখা যায়, শাকিল তার গিটার নিয়ে গান গাইছেন। তার এই গান শুনতে জমায়েত হয়েছেন কয়েকজন মানুষ। তার সামনে অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মের কিউআর কোড। সামনে একটি বোর্ডে লেখা, ‘আপনাদের অনুদানের জন্য ধন্যবাদ। এটা দিয়ে আমার গানের স্কুলের ফি দিবো।’

আরও পড়ুন : ৪ দিন স্নান করেননি, আরিয়ান মুখে তুলতে পারছেন না জেলের খাবার, ভরসা শুধু বিস্কুট আর জল

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ভাইরাল হওয়ার পর তা নজরে এসেছে অভিনেতা কুনাল কাপুরের। ভিডিওটি শেয়ার করে শাকিলকে সহযোগিতার জন্য তিনি সবাইকে অনুরোধ করেছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘অসাধারণ! এই প্রতিভাবান ব্যক্তিকে আপনি যেকোনো জায়গা থেকে সহযোগিতা করতে পারেন। ইউপিআই (ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস) এবং প্রযুক্তির শক্তি।’ পরে কুনাল কাপুরের টুইটটি শেয়ার করে হৃতিক লেখেন, ‘ওয়াও! অসম্ভব সুন্দর!’

এদিকে তার ভিডিওটি শেয়ার করার জন্য সকলকে ধন্যবাদ জানিয়েছেন শাকিল। ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘ভাইরাল ভিডিওটি সকলের নজরে এসেছে। অঙ্কিত টুডে স্যার আপনি এটি শেয়ার করে আমার জীবন পাল্টে দিয়েছেন। যারা আমার পরফর্ম্যান্স দেখেছেন, অনুপ্রেরণা দিয়েছেন এবং আর্থিক সহযোগিতা করেছে সবাইকে ধন্যবাদ দিতে চাই। আমি সবার কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমার সৌভাগ্য যা ভালোবাসি তা করতে পারছি।’

তিনি আরো লিখেছেন, ‘আজকের আগে আমার পরিবার ও বন্ধুরা কেউ জানতো না, আমি কী করছি। সবাইকে বলতে চাই, আমি একজন স্ট্রিট পারফর্মার এবং আমি এই পরিচয়ে গর্বিত। অবশেষে সবার সামনে এই পরিচয় দেওয়ার সাহস পেলাম।’

হৃতিক রোশান ও কুনাল কাপুরকে ধন্যবাদ জানিয়ে তিনি লিখেছেন, ‘আমাকে এই সাহস দেওয়ার জন্য ধন্যবাদ।’

আরও পড়ুন ::

Back to top button