Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বলিউড

মাদকও পাচারও করেন আরিয়ান! হোয়াটসঅ্যাপ ঘেঁটে বিস্ফোরক দাবি এনসিবির

Aryan Khan : মাদকও পাচারও করেন আরিয়ান! হোয়াটসঅ্যাপ ঘেঁটে বিস্ফোরক দাবি এনসিবির - West Bengal News 24

শাহরুখ খানের ছেলে আরিয়ানকে নিয়ে রীতিমতো দড়ি টানাটানি চলছে। আরিয়ানের আইনজীবী দাবি করেছেন, ওই প্রমদতরণীতে আদৌ ছিলেনই না আরিয়ান। তাঁর কাছে না ছিল মাদক, না ছিল নগদ টাকা। কিন্তু এবার নতুন তথ্য দিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। তাদের দাবি, আরিয়ানের হোয়াটসঅ্যাপ পরীক্ষা করে মাদক চক্রের সঙ্গে সক্রিয় যোগাযোগের প্রমাণ পাওয়া গেছে।

এমনকী এনসিবি এও জানিয়েছে, মাদক পাচারেও নাকি ভূমিকা ছিল আরিয়ানের। আন্তর্জাতিক মাদক পাচারকারীর সঙ্গে তাঁর যোগাযোগ ছিল তাঁর। নিয়মিত সেই পাচারকারীর থেকে মাদক কিনতেন শাহরুখ-পুত্র, এমনকী তা বিক্রিও করতেন।

আরও পড়ুন : ২০০ কোটির আর্থিক তছরুপ মামলায় নোরা ফাতেহিকে ইডি তলব, ফের সমন জ্যাকলিনকে

মুম্বই থেকে গোয়াগামী বিলাসবহুল ক্রুজ থেকে বেশ কয়েকজন বন্ধুবান্ধব সহ গ্রেপ্তার হয়েছিলেন আরিয়ান খান। এনসিবির দাবি, তাঁর কাছ থেকে ১৩ গ্রাম কোকেন, ২১ গ্রাম চরস, ২২টি এমডিএমএ ট্যাবলেট, এবং নগদ ১,৩৩,০০০ টাকা উদ্ধার হয়েছিল।

এই সমস্ত মাদক নিয়েই ক্রুজে উঠেছিলেন ‘ভিভিআইপি’ অতিথি আরিয়ান, জানিয়েছিল এনসিবি। এর মধ্যে একাধিকবার আরিয়ানের জামিনের আবেদন খারিজ হয়েছে। এনসিবির নতুন অভিযোগ যে জামিনের রাস্তা আরও দুরুহ করবে তা বলাই বাহুল্য।

সুত্র : আজকাল

আরও পড়ুন ::

Back to top button