জাতীয়

না শোধরালে ফের সার্জিক্যাল স্ট্রাইক! সীমান্তে অশান্তি নিয়ে পাকিস্তানকে হুঁশিয়ারি অমিত শাহর

Amit Shah : না শোধরালে ফের সার্জিক্যাল স্ট্রাইক! সীমান্তে অশান্তি নিয়ে পাকিস্তানকে হুঁশিয়ারি অমিত শাহর - West Bengal News 24

আজ, বৃহস্পতিবার গোয়া সফরে গিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ধারবান্দোরায় ন্যাশনাল ফরেন্সিক সায়েন্স ইউনিভার্সিটির ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন তিনি। সেই অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে বললেন, সীমা লঙ্ঘন করলে ফের সার্জিক্যাল স্ট্রাইক দিয়ে জবাব দেওয়া হবে পাকিস্তানকে।

অমিত শাহ বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিকরের আমলে সার্জিক্যাল স্ট্রাইক এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল। আমরা বার্তা দিয়েছি, কেউ ভারতের সীমায় উপদ্রব করতে পারবে না। একটা সময় ছিল যখন আলোচনার মাধ্যমে কাজ হত’ এখন পালটা জবাব দেওয়ার যুগ।’

আরও পড়ুন : কয়লার বকেয়া টাকা মেটাতে হবে, বাংলার কাছে বকেয়া প্রায় ২ হাজার কোটি টাকা, রাজ্যকে চিঠি দিল কেন্দ্র

প্রসঙ্গত, ২০১৬ সালে উরি, পাঠানকোট এবং গুরদাসপুরে জঙ্গি হানার জবাবে সার্জিক্যাল স্ট্রাইক করে ভারত। সে বছর ২৯ সেপ্টেম্বরের সার্জিক্যাল স্ট্রাইকে পাকিস্তানের ভূখণ্ডে থাকা বহু জঙ্গি ডেরা ধ্বংস করা হয়।

এদিকে আজ সকালেই তৃণমূলের হেভিওয়েট নেতা ফিরহাদ হাকিম স্বরাষ্ট্রমন্ত্রীর এই গোয়া সফর নিয়ে মুখ খোলেন। টুইটারে একটি ভিডিও পোস্ট করে ফিরহাদ বললেন, অমিত শাহ আসবেন বলে গোয়ায় তৃণমূলের সমস্ত পোস্টার, হোর্ডিং খুলে ফেলা হচ্ছে। ফিরহাদের পোস্ট করা ভিডিওয় দেখা যাচ্ছে, মমতা ব্যানার্জির ছবি দেওয়া একটি পোস্টার খুলে ফেলা হচ্ছে। ভিডিওটির ক্যাপশনে তৃণমূল নেতা লেখেন, ‘বাংলার ঐতিহাসিক জয়ের পুনর্নিমাণ করবে গোয়ার মানুষ। পরিবর্তনের আগুন জ্বালানো হয়ে গেছে, হোর্ডিং খুলে দিয়ে তা নেভানো যাবে না।’

সুত্র : আজকাল

আরও পড়ুন ::

Back to top button