‘অপরাধীদের কোনো ধর্ম হয় না’, বাংলাদেশের পুজো মণ্ডপে দুষ্কৃতী আক্রমণ নিয়ে আব্বাস সিদ্দিকির বিবৃতি
বাংলাদেশের (Bangladesh) ঘটনাবলী নিয়ে লিখিত বিবৃতি জারি করলেন আইএসএফ (ISF) সুপ্রিমো আব্বাস সিদ্দিকি (Abbas Siddiqui) । বিবৃতির শুরুতেই তিনি বলেছেন, অপরাধীদের কোনও ধর্ম হয় না। প্রসঙ্গত আব্বাস সিদ্দিকির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে ঘুরপাক খাচ্ছে। যেখানে তাঁকে আক্রমণাত্মক এবং সাম্প্রদায়িক বিবৃতি রাখতে দেখা গিয়েছে।
ফুরফুরা শরিফের পিরজাদা আব্বাস সিদ্দিকি বলেছেন, বাংলাদেশের পুজো মণ্ডপে কোরান শরিফের অবমাননা ও পরবর্তী সময়ে হিন্দু ভাইয়ের ধর্মীয় উপাসনা কেন্দ্র মন্দিরে আক্রমণ যারা করেছে, তাদের কোনও ধর্মীয় পরিচয় নেই বলেই তিনি মনে করেন। তিনি বলেছেন, কোনও প্রকৃত ধার্মিত কখনও অন্য কোনও ধর্মকে ঘৃণা করে না। কারণ ধর্ম অধর্মের শিক্ষা দেয় না। পাশাপাশি ধর্ম সমস্ত রকমের অপকর্ম বর্জনের শিক্ষা দেয় বলেই তিনি মনে করেন। সমস্ত ধর্মই সহিষ্ণুতার শিক্ষা দেয় বলেই তিনি বিশ্বাস করেন।
আব্বাস সিদ্দিকি বলেছেন, প্রকৃতপক্ষে সনাতন ধর্মে বিশ্বাসী হিন্দু ভাই কোনও দিন পবিত্র কোরান শরিফ অবমাননা করবে না এবং প্রকৃত কোনও মুসলিম হিন্দু ভাইয়ের মন্দিরে আক্রমণ করবে না। যা বা যারা এই কাজ করেছে তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি করেছেন তিনি। প্রসঙ্গত এই বিবৃতি তিনি দিয়েছেন, ফুরফুরা শরিফে পিরজাদা হিসেবে। ভোটের আগে তাঁর সঙ্গে সংযুক্ত মোর্চা তৈরি করা হলেও, ভোটের পরে তার আর কোনও অস্তিত্ব নেই বলেই জানিয়েছেন সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি।
আরও পড়ুন : ‘বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা হিন্দু-মুসলমানের বিষয় না’, হাসিনার প্রশংসায় ফিরহাদ
বাংলাদেশে দুর্গাপুজোর সময়ে সাম্প্রদায়িক হিংসার কড়া নিন্দা করে বিবৃতি দিয়েছে সিপিআইএম পলিটব্যুরো। উপমহাদেশে ধর্মীয় মৌলবাদ মাথা চাড়া দেওয়ার কথাও বিবৃতি উল্লেখ করে পলিটব্যুরো বলেছেস বাংলাদেশ সরকার শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনতে উপযুক্ত ব্যবস্থা নেবে বলেই মনে করে সিপিআইএম পলিটব্যুরো।
বাংলাদেশের কুমিল্লায় গণেশের পায়ের কাছে কোরান রাখার অভিযোগে বিভিন্ন জায়গায় মন্দির ও দুর্গা মণ্ডপে হামলার অভিযোগ উঠেছে। বাংলাদেশের সংখ্যাগুরু মুসলিমদের তরফে এই ঘটনার পিছনের ষড়যন্ত্রের অভিযোগ তুলে হিন্দুদের ওপরে হামলার নিন্দা করা হয়েছে। সেই পরিস্থিতিতে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও বার্তায় দেখা গিয়েছে আইএসএফ নেতা আব্বাস সিদ্দিকি তীব্র আক্রমণাত্মক এবং সাম্প্রদায়িক বিবৃতি রাখছেন।
বিভিন্ন মাধ্যমে এর কড়া সমালোচনা করা হয়েছে। বাংলা পক্ষের তরফে থেকে আব্বাস সিদ্দিকিকে গ্রেফতারের জন্য চিঠি দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সিপি এবং ডিজিপির কাছে। অন্যদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি আব্বাস সিদ্দিকির মন্তব্যের নিন্দা করে বিবৃতি দিয়েছেন।
সুত্র : ওয়ান ইন্ডিয়া