রাজ্য

লক্ষ্মীপুজোয় আগুন বাজার, ধনদেবীর আরাধনায় ছেঁকা বাঙালির

লক্ষ্মীপুজোয় আগুন বাজার, ধনদেবীর আরাধনায় ছেঁকা বাঙালির - West Bengal News 24

কোজাগরী লক্ষ্মী পুজো। মা দুর্গার কৈলাসে ফেরার পর মনখারাপ করা বাঙালির আরও এক উত্‍সব দোরগোড়ায়। আজ বিকেলের পরেই পূর্ণিমা তিথি শুরু হয়ে যাবে। যার ফলে আজ ও আগামিকাল দু’‌দিনই পুজো হবে। কিন্তু পুজোর জোগাড় করতে গিয়ে রীতিমতো কালঘাম ছুটছে আম বাঙালির। আবহাওয়া খারাপ, আর তার জেরেই ফল, শাক-‌সবজির বাজারে আগুন। আপেল বা নাসপাতি ১০০-‌১২০ টাকা প্রতি কেজি।

কলা ৪০ থেকে ৫০ টাকা প্রতি ডজন। শাঁকালু প্রতি কেজি ১০০ টাকা। আতা ১৫০ টাকা এবং শসা কেজি প্রতি ৫০ টাকা। বেগুন কেজি প্রতি বিকোচ্ছে ৮০ টাকায়। ঢেঁড়শ ৬০ টাকা কেজি।‌ পটল ৮০ টাকা এবং মাঝারি ধরনের ফুলকপি বিক্রি হচ্ছে ৪০ টাকা প্রতি পিস। আর এসবের দাম আকাশছোঁয়া হওয়ায় বাজারের ফর্দ থেকে কাটছাঁট শুরু করছেন প্রায় সকলেই।

আরও পড়ুন : রাতভর বৃষ্টির জের, জলমগ্ন রাজ্যের একাধিক এলাকা, ক্ষোভ প্রকাশ জনসাধারণের

এদিকে বৃষ্টির জেরে চিন্তায় প্রতিমা শিল্পী থেকে শুরু করে প্রতিমা বিক্রেতারাও। করোনা কাঁটায় বিঁধে যাওয়ার পর ফের যখন কিছুটা আশার মুখ দেখছেন তখনই হাজির বৃষ্টি। এই বছর দামও বেড়েছে প্রতিমার। তবে দুর্যোগের জেরে বিক্রিবাট্টায় বেশ কিছুটা ভাটা হবে বলেই আশঙ্কা তাদের।

সুত্র : আজকাল

আরও পড়ুন ::

Back to top button