Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজ্য

বাংলায় সেঞ্চুরি হাঁকাল ডিজেল, ৬ জেলায় দাম ১০০ ছাড়াল

Fuel Price Hike : বাংলায় সেঞ্চুরি হাঁকাল ডিজেল, ৬ জেলায় দাম ১০০ ছাড়াল - West Bengal News 24

জুলাইয়ে সেঞ্চুরি করেছিল পেট্রল। তার তিন মাসের মধ্যে একশোর গণ্ডি পার করল ডিজেলও। তেল সংস্থাগুলির তরফে খবর, শুক্রবার আলিপুরদুয়ারের বারবিশায় ভারত পেট্রলিয়াম পাম্পে ডিজেলের দাম হয়েছে লিটার পিছু ১০০ টাকা ৭ পয়সা। আর ইন্ডিয়ান অয়েলের পাম্পে ১০০ টাকা ৫ পয়সা প্রতি লিটারে।

একই দিনে পুরুলিয়ার ঝালদায় ডিজেলের দাম হয়েছে ১০০ টাকা ১৪ পয়সা প্রতি লিটার পিছু। এই খবর সামনে আসার পরই মধ্যবিত্তদের মাথায় হাত পড়ে গিয়েছে। পণ্য-সহ যে কোনও পরিবহণে মূলত ডিজেলেরই ব্যবহার হয়ে থাকে। তেলের দাম যেহেতু বৃদ্ধি পেয়েছে, তাই নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামও যে বাড়বে, তা নিশ্চিত। আনাজ থেকে মাছ, মাংস, সবই অগ্নিমূল্য।

সাধারণ মানুষের দাবি, শুধু বারবিশা বা ঝালদা নয়, রাজ্যের বাকি জেলাতেও ডিজেল সেঞ্চুরি করবে। অবশ্য আলিপুরদুয়ারের কয়েকজনের মতে, বারবিশা একেবারে অসমের সীমানা ঘেঁষা। এলাকায় তেল পরিবহণের খরচ অনেক। তাই সেখানে ১০০ পার হল ডিজেলের দাম। অন্যদিকে, পুরুলিয়া জেলা বাসমালিক সংগঠনের সম্পাদক প্রতিভারঞ্জন সেনগুপ্ত জানান, ‘চলতি মাসেই ডিজেলের দাম লিটার প্রতি ৪ টাকার বেড়েছে। আরও বাড়বে হয়ত। এই দাম বৃদ্ধির শেষ কোথায়, কেউ জানে না।’

আরও পড়ুন : পুজোর পরেই কলকাতায় বেলাগাম করোনার সংক্রমণ, ফের খুলছে কোয়ারেন্টাইন সেন্টার-সেফ হোম

তেলের দাম বৃদ্ধি নিয়ে রাজনৈতিক তর্জা চলেই আসছে বহুদিন থেকেই। রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘পেট্রল-ডিজেলের দাম নিয়ন্ত্রণের জন্য জিএসটি কাউন্সিলের বৈঠক ডাকা হয়েছিল। সেখানে পশ্চিমবঙ্গ সরকারের তীব্র আপত্তিতেই জ্বালানি তেলের দাম জিএসটি-র আওতায় আনা সম্ভব হয়নি।’

সুকান্ত মজুমদারের অভিযোগের পাল্টা জবাব দেন রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র। তাঁর কথায়, ‘যিনি এ কথা বলেছেন, তিনি আসলে কিছুই জানেন না। হয় কেন্দ্র এই দাম নিয়ন্ত্রণে ব্যর্থ, না হয় ওরা ইচ্ছাকৃতভাবে সাধারণ মানুষের উপরে মূল্যবৃদ্ধির বোঝা চাপিয়ে দিচ্ছে।’

সূত্র: আজকাল

আরও পড়ুন ::

Back to top button