বর্ধমান

ফ্রিজের ভেতর লুকিয়েও হল না শেষরক্ষা, শব্দবাজি সহ পুলিশের জালে বিক্রেতা

ফ্রিজের ভেতর লুকিয়েও হল না শেষরক্ষা, শব্দবাজি সহ পুলিশের জালে বিক্রেতা - West Bengal News 24

ফ্রিজের ভেতর ও গোডাউনে শব্দবাজি মজুত রেখে বিক্রির অভিযোগে গ্রেপ্তার হলেন এক ব্যক্তি। ধৃতের নাম শুভঙ্কর চক্রবর্তী। পূর্ব বর্ধমানের মন্তেশ্বর থানার মাইচপাড়ার বাসিন্দা তিনি। মন্তেশ্বর থানার পুলিশ শুক্রবার বাজি সহ ওই ব্যক্তিকে হাতেনাতে ধরে।

পুলিশের দাবি, ধৃতের হেপাজত থেকে প্রচুর শব্দবাজী উদ্ধার হয়েছে। তদন্তে নেমে পুলিশ জেনেছে, বিধি নিষেধ থাকায় প্রকাশ্যে শব্দবাজি বিক্রি করতে না পারায় গোপোনে মজুদ করে বিক্রি করছিলেন অভিযুক্ত।

আরও পড়ুন : ঝাড়গ্রাম জেলা পুলিশের উদ্যোগে ‘দুয়ারে পুলিশ’

গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ বৃহস্পতিবার রাতে নিষিদ্ধ শব্দবাজি কিনতে অভিযুক্তের বাড়িতে লোক পাঠায়। ওই লোকের মাধ্যমে নিষিদ্ধ শব্দবাজি হাতে আসতেই মন্তেশ্বর থানার পুলিশ শুভঙ্করের বাড়িতে হানা দেয়।

পুলিশ দেখে বাজি অভিযুক্ত শুভঙ্কর পালালেও তাঁর বাড়ির বন্ধ ফ্রিজ থেকে চকোলেট বোম, নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার হয়। যদিও আজ পুলিশ অভিযুক্তকে ধরে ফেলে।

তাঁকে সঙ্গে নিয়ে পুলিশ মন্তেশ্বরর মালডাঙ্গা-মেমারি রোডে ধারে থাকা একটি গোডাউনে অভিযান চালিয়ে আরও কিছু শব্দবাজি উদ্ধার করে।

আরও পড়ুন ::

Back to top button