মহিলাদের গোপনাঙ্গে হাত দেয় BSF! বিধানসভায় বিস্ফোরক তৃণমূল
বিএসএফের এক্তিয়ার বৃদ্ধির সিদ্ধান্তের বিরোধিতায় রাজ্য বিধানসভায় তৃণমূলের আনা প্রস্তাবের আলোচনায় বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। তাঁর দাবি, তল্লাশির সময় মহিলাদের গোপনাঙ্গে হাত দেয় বিএসএফ। রাজ্য বিধানসভায় দেশের কোনও বাহিনী নিয়ে এমন আলোচনা করা যায় না তা নিয়ে উঠছে প্রশ্ন। বিজেপির দাবি, অনুপ্রবেশকারীদের মদত দিতেই তৃণমূল নেতার এহেন মন্তব্য।
মঙ্গলবার রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশনে বিএসএফের এক্তিয়ার বৃদ্ধি নিয়ে আলোচনা হয়। তাতে বিএসএফের বিরুদ্ধে সরব হন দিনহাটার সদ্য নির্বাচিত তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। বিএসএফকে নৃশংস বাহিনী বলে বর্ণনা করেন তিনি।
আরও পড়ুন : ত্রাণের ৭৬ লাখ টাকা গায়েব! ‘নিখোঁজ’ তৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে হুলিয়া জারি আদালতের
বলেন, ‘সীমান্তে বিএসএফ নৃশংস নির্যাতন চালায়। কখনো ছেলের সামনে বাবাকে কান ধরে উঠবস করায়। কখনো আবার মহিলাদের গোপনাঙ্গে হাত দিয়ে পরীক্ষা করে।’ উদয়ন গুহর মন্তব্যের প্রতিবাদ করেন বিজেপি বিধায়ক মিহির গোস্বামী। পালটা উদয়ন তাঁকে বলেন, ‘জেলায় ঢুকলে হাত পা ভেঙে দেব।’ তৃণমূল বিধায়ক তাপস রায়ের দাবি, ‘বিএসএফ মানুষ মেরে কাঁটাতারে ঝুলিয়ে দেয়।’
পালটা বিজেপির তরফে প্রশ্ন তোলা হয়, তৃণমূলের এহেন অবস্থান কার স্বার্থে। সীমান্তে দিন দিন চোরাচালান বাড়ছে। গরুপাচার ও অন্যান্য সামগ্রী পাচার নিয়ন্ত্রণ করতে বিএসএফ পুলিশকে জানালেও তারা তৎপর হয় না। তাই তাদের এক্তিয়ার বাড়ানোর সিদ্ধান্ত।
সুত্র : হিন্দুস্তান টাইমস