Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
টলিউড

খোলামেলা পোশাকে, হট লুকে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন সবার প্রিয় ঝিলিক

Tithi Bose : খোলামেলা পোশাকে, হট লুকে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন সবার প্রিয় ঝিলিক - West Bengal News 24

বাংলা টেলিভিশনের অন্যতম ধারাবাহিক মা’য়ের কথা মনে আছে সকলের! সেই ছোট্ট ঝিলিক এখন বড় হয়ে গিয়েছে অনেকটাই। এই ধারাবাহিকটি চলেছিল চার বছরেরও বেশি সময় ধরে। মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী তিথি বসু (Tithi Bose)। তিনি বর্তমানে একজন যুবতী। অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমে বেশ সক্রিয় থাকতে ভালোবাসেন অভিনেত্রী।

সম্প্রতি অভিনেত্রী নিজের সামাজিক মাধ্যমের দেওয়ালে তুলে ধরেছেন মজাদার এক ভিডিও। যে ভিডিওটি ভাইরাল হয়েছে ঝড়ের গতিতে। তিনি বরাবরই খেতে ভালোবাসেন। মাঝেমাঝেই তাঁকে দেখা যায় বন্ধুবান্ধব সহযোগে। তবে খেতে ভালোবাসলেও কখনোই শরীরচর্চায় খামতি রাখেন না তিনি। পুজোর আগে আগেই ইনস্টাগ্রামে অভিনেত্রীকে শেয়ার করতে দেখা গিয়েছিল নিজের ফিটনেস সিক্রেট ভিডিও। তবে এইবার শেয়ার করে নিলেন ওয়ার্কআউট সেশনের কিছু ঝলক। যে ঝলকে পাগল হয়ে গিয়েছেন নেটিজেনরা।

আরও পড়ুন : ‘মানিকে মাগে হিঠে’ গানে শ্রীলেখার নাচের ভিডিও ভাইরাল, দেখুন সেই ভিডিও

ভিডিও অনুযায়ী দেখা যাচ্ছে, অভিনেত্রীর পরনে রয়েছে ডেনিম সর্টস এবং হলুদ রঙের টপ। মিউজিকের তালে তালে নেচে চলেছেন জুম্বা। মাথায় এক ঝাঁক কালো কোঁকড়ানো চুল খুলে রেখেছেন তিনি। ভিডিও ওপর থেকে দেখে সুন্দর এবং নিখুঁত মনে হলেও তাঁর হেটার্সরা ইতিমধ্যেই খুঁজে বার করেছেন কিছু খুঁত। বাড়ির ছাদে শুট করা এই ভিডিওর ব্যাকগ্রাউন্ড নিয়ে উঠেছে নানা রকম কটুকথা। তবে বরাবরই অভিনেত্রী হেটার্সদের পাত্তা দেয়ার পাত্রী নন তিনি।

এই প্রথম নয়, এর আগেও অভিনেত্রীকে শিকার হতে হয়েছে বডি শেমিং-এর। সামাজিক মাধ্যমের প্রত্যেক পাতায় পাতায় অভিনেত্রীর মেদবহুল চেহারা নিয়ে কম কটুক্তি শুনতে হয়নি তাঁকে। তবে বরাবরই অভিনেত্রী সাক্ষাৎকারে জানিয়েছেন, সমস্ত নেতিবাচক কথাই তিনি সবসময় ঠেলে দিয়েছেন ইতিবাচক দিকেই। আর এই জন্যই তিনি আসতে পেরেছেন নিজের বেস্ট ফর্মে। এই জন্য তিনি বরাবর হেটার্সদের কাছেও কৃতজ্ঞ।

আরও পড়ুন ::

Back to top button