সংগীত

‘পাকিস্তানি শিল্পীরা ভারতে ফিরুক’ বলছেন এই জনপ্রিয় সঙ্গীত শিল্পী

‘পাকিস্তানি শিল্পীরা ভারতে ফিরুক’ বলছেন এই জনপ্রিয় সঙ্গীত শিল্পী - West Bengal News 24

পুলওয়ামা হত্যাকাণ্ডের পরই ভারতবর্ষ ছেড়ে নিজের দেশে ফিরে যেতে হয় পাকিস্তানের শিল্পীদের। অভিনেতা অভিনেত্রী থেকে সঙ্গীত শিল্পী, সেই দলে বাদ পড়েননি কেউই।

২০১৬ সালে উরি অ্যাটাকের পর তাও দুই- চারজন শিল্পী এদেশে থাকলেও ২০১৯ এ পুলওয়ামার পর দেশ ছেড়ে যেতে হয় সকলকেই। এবার পাকিস্তানি সঙ্গীত শিল্পীদের নিয়ে নিজের মতামত পোষণ করেছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী অরিজিত্‍ সিং।

তাদেরকে নিয়ে যে যথেষ্ট উদ্বিগ্ন তিনি, সেই বিষয়ও পরিস্কার।

সম্প্রতি আবু ধাবির এক সঙ্গীতানুষ্ঠানে তিনি মুখ খুলেছেন এই প্রসঙ্গে। একরকম বিরক্ত হয়েই অরিজিত্‍ জানতে চান, পাকিস্তানে কি ভারতবর্ষের গান নিষিদ্ধ? নাকি এখানকার মানুষ উনাদের গান শুনছেন না? সঙ্গে তিনি আরও বলেন এমন এক বিতর্কিত বিষয় নিয়ে কথা বলায় তার কোনও অসুবিধে নেই কিন্তু আদৌ ভারত এবং পাকিস্তানের মধ্যে শিল্প সংস্কৃতির বিভেদ ঘুচেছে কিনা সেই নিয়েই আগ্রহী তিনি।

আরও পড়ুন: মা হলেন ‘স্লামডগ মিলিয়নিয়ার’ খ্যাত ফ্রিডা

পাকিস্তানি শিল্পীরা ভারতে ফিরলে নতুন ধরনের আরও গান হবে, অরিজিত্‍ চান তাঁরা দেশে ফিরুক!

প্রসঙ্গেই অরিজিত্‍ বেশ কিছু পাকিস্তানি শিল্পীর প্রসংশসাও করেন। আতিফ আসলাম থেকে রাহাত ফতেহ আলি খান সাহেব এবং শাফকাত আমানত আলির নাম নিতেও শোনা যায় তাঁকে। এনাদের নিদারুণ ভাবে পছন্দ অরিজিত্‍- এর। সীমান্ত কখনই সংস্কৃতিতে বাঁধা হতে পারে না এমনিই বিশ্বাস তাঁর।

আরও পড়ুন ::

Back to top button