সাহিত্য

ছায়ানটের পক্ষ থেকে কলকাতায় সংবর্ধিত হলেন এলাহাবাদের উর্দু কবি সুশান্ত চট্টোপাধ্যায়

ছায়ানটের পক্ষ থেকে কলকাতায় সংবর্ধিত হলেন এলাহাবাদের উর্দু কবি সুশান্ত চট্টোপাধ্যায় - West Bengal News 24

গত ২৬ নভেম্বর শরৎচন্দ্র বাসভবনে শরৎ-সমিতি সাপ্তাহিক পাঠচক্রে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এলাহাবাদের তরুন উর্দু কবি শ্রী সুশান্ত চট্টোপাধ্যায়। আলোচনার বিষয়: মুম্বাইতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের তিনটি উপন্যাস (পরিণীতা, বিরাজ বৌ ও দেবদাস) অবলম্বনে বিমল রায় নির্দেশিত ছবিগুলির বিবেচনা।

সভার শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন শরৎ-সমিতির সম্পাদক ড. শ্যামল কুমার বসু। বক্তা শ্রী সুশান্ত চট্টোপাধ্যায়ের তথ্য সমৃদ্ধ আলোচনায় সবাই মুগ্ধ হন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিক তিনি তাঁর বক্তব্যে তুলে ধরেন – শরৎচন্দ্রের লেখা শুধুমাত্র বাঙালিদের নয়, এ সর্বভারতীয়। সভাপতি ড. মনতোষ দাশগুপ্তের মূল্যবান কথার মাধ্যমে সভার পরিসমাপ্তি ঘটে।

ছায়ানট (কলকাতা) – এর সভাপতি শ্রীমতী সোমঋতা মল্লিক শ্রী সুশান্ত চট্টোপাধ্যায়কে অভিনন্দন জানান এই আয়োজনে। সম্প্রতি কাজী নজরুল ইসলামকে নিয়ে উর্দু ভাষায় ২৮ লাইনের একটি নজম্ রচনা করেছেন সুশান্ত। এলাহাবাদে নজরুল চর্চার ধারাকে অব্যাহত রাখার জন্য তাঁকে ছায়ানট (কলকাতা) – এর পক্ষ থেকে বিশেষ সম্মাননা জ্ঞাপন করা হয়। মনোরম সান্ধ্যসভার সমাপ্তি ঘোষণা করেন ড. শ্যামল কুমার বসু।

আরও পড়ুন ::

Back to top button