বিনোদন

শুটিং সেরে বাড়ি ফিরে এই সুন্দরী বলিউড অভিনেত্রীদের বরাতে মিলত স্বামীর হাতে পিটুনি!

শুটিং সেরে বাড়ি ফিরে এই সুন্দরী বলিউড অভিনেত্রীদের বরাতে মিলত স্বামীর হাতে পিটুনি!

সোশ্যাল মিডিয়ার পোস্ট ঘিরে ভোজপুরি তারকা পবন সিংয়ের হুমকির বিরুদ্ধে অভিনেত্রী অক্ষরা সিংয়ের মামলাটি মুম্বই পুলিশে দায়ের করা হয়েছে কয়েক দিন আগেই। কিছুদিন আগে বিখ্যাত সংগীতশিল্পী-অভিনেতা মহসিন হায়দারের বিরুদ্ধে বাড়িতে তাঁর মডেল স্ত্রী ফাতিমা সোহেলকে মারধরের অভিযোগ উঠেছিল। তবে সত্যি কথা বলতে কি, কেবল ভোজপুরি বা পাকিস্তানি চলচ্চিত্র জগৎই নয়, বলিউড অভিনেত্রীদেরও তাঁদের স্বামীদের হাতে নির্যাতিত হতে হয়। তেমনই কয়েকটি নমুনা হাতের কাছে রয়েছে।

মীনাকুমারী

শুটিং সেরে বাড়ি ফিরে এই সুন্দরী বলিউড অভিনেত্রীদের বরাতে মিলত স্বামীর হাতে পিটুনি!
ভারতীয় চলচ্চিত্রে মীনাকুমারীর অংশীদারিত্ব নিয়ে নতুন করে কিছু বলার নেই। কিন্তু তাঁকে স্বামীর হতে বেধড়ক মার খেতে হতো বলে জানা গিয়েছে। গুরু দত্তের জীবনীকার আবরার অলভির বই থেকে জানা যায়, মীনার স্বামী কামাল আমরোহি সর্বদা তাঁর সঙ্গে থাকতেন। শুটিংয়ের বাইরে মীনা কোন পুরুষের সঙ্গে কথা বলবেন, সেটাও তিনি স্থির করে দিতেন। তাঁর নির্দেশের অন্যথা হলে ভাগ্যে জুটত মার। শুধু নিজে হাতে নয়, চাকরকে দিয়ে বউকে পেটাতেন কমল।

যুক্তা মুখী

শুটিং সেরে বাড়ি ফিরে এই সুন্দরী বলিউড অভিনেত্রীদের বরাতে মিলত স্বামীর হাতে পিটুনি!
মিস ওয়ার্ল্ড তথা বলিউড অভিনেত্রী যুক্তা মুখীর অভিযোগ নিয়েও কম হইচই হয়নি। তিনি যখন স্বামী প্রিন্স টুলির বিরুদ্ধে এফআইআর দায়ের করেন, তখন বিষয়টা স্পষ্ট হয়ে যায়। পুলিশ জানায়, যুক্তা স্বামীর বিরুদ্ধে হয়রানি, মারধর, অপ্রাকৃতিক যৌনাচারের অভিযোগ নিয়ে এসেছিলেন। এ ব্যাপারে মামলাও চলছিল। শেষমেশ দু’জনের বিবাহবিচ্ছেদ হয়ে যায়।

শ্বেতা তিওয়ারি

শুটিং সেরে বাড়ি ফিরে এই সুন্দরী বলিউড অভিনেত্রীদের বরাতে মিলত স্বামীর হাতে পিটুনি!
কসৌটি জিন্দেগি কি-র মতো জনপ্রিয় টেলিভিশন সিরিয়ালের অভিনেত্রী শ্বেতা তিওয়ারিকেও কাজ শেষে বাড়ি ফিরে স্বামীর মারধরের মুখোমুখি হতে হয়েছে। তাঁর দাবি এমনটাই। মারের প্রমাণ পাওয়া গিয়েছিল নাচ বালিয়ে নাম একটি রিয়েলিটি শোয়ে শ্বেতার মুখের দাগ থেকে। তিনি দাবি করেছিলেন, শুটিং সেরে ক্লান্ত শরীরে বাড়ি ফেরার পর তাঁকে স্বামী রাজা চৌধুরির হাতে মার খেতে হতো। পরে দু’জনের বিচ্ছেদ হয়ে যায়।

আরও পড়ুন ::

Back to top button