Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিক

আন সান সু চিকে চার বছরের কারাদণ্ড!

আন সান সু চিকে চার বছরের কারাদণ্ড! - West Bengal News 24

মায়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী আন সান সু চি-কে চার বছরের কারাবাসের নির্দেশ দিল সেদেশের বিশেষ আদালত। করোনাকালের মাঝখানে বিধিভঙ্গ এবং উস্কানির অভিযোগে তাঁর এই সাজা হয়েছে বলে জানা গিয়েছে।

গত ফেব্রুয়ারিতে সেদেশের সেনা নোবেলজয়ী সু চি-র ক্ষমতা কেড়ে নেয়। তারপরে তাঁর বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে।

তার মধ্যে একটিতে এই প্রথম সাজা ঘোষণা হল। একটি মামলায় আগামী সপ্তাহেই সাজা ঘোষণার কথা রয়েছে।

যদি সবকটি মামলায় তাঁর সাজা হয় তাহলে কমপক্ষে একশো বছরের বেশি সু চিকে কারাবন্দি হয়ে কাটাতে হবে মায়ানমারের আইন অনুযায়ী। তবে এদিন সাজা ঘোষণার পর এখনও চূড়ান্ত নয় যে সু চি-কে জেলে পাঠানো হবে নাকি গৃহবন্দি করে রাখা হবে।

আরও পড়ুন: ভুল করে দুই নবজাতককে করোনার টিকা

মায়ানমারের গণতন্ত্রের পক্ষে লড়তে গিয়ে ১৯৮৯ সাল থেকে দীর্ঘ ১৫ বছর গৃহবন্দি হয়ে কাটাতে হয়েছে নোবেলজয়ী আন সান সু চি-কে।

অভিযোগ ছিল, দলের ফেসবুক পেজে উস্কানিমূলক বক্তব্য শেয়ার করেছেন সি চি। অন্যদিকে গত নভেম্বরে নির্বাচনের পূর্বে তাঁর বিরুদ্ধে করোনা বিধি ভঙ্গের অভিযোগও আনা হয়েছিল।

আরও পড়ুন ::

Back to top button