Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রূপচর্চা

চুলকে সিল্কি ও নরম করে তুলবে এই ড্রাই শ্যাম্পুটি

চুলকে সিল্কি ও নরম করে তুলবে এই ড্রাই শ্যাম্পুটি - West Bengal News 24

বিগত কিছু বছর ধরে শুষ্ক বা ড্রাই শ্যাম্পু তরুণীদের কাছে বেশ জনপ্রিয়। ড্রাই শ্যাম্পু চুলের ঘনত্ব বৃদ্ধি করে চুলে এক ঢেউ খেলানো লুক নিয়ে আসে। বাজারে নানা ব্র্যান্ডের ড্রাই শ্যাম্পু কিনতে পাওয়া যায়। কিন্তু সব শ্যাম্পু সব চুলের সাথে মানানসই নয়। আবার বাজারের শ্যাম্পুগুলো রাসায়নিক উপাদান দিয়ে তৈরি বলে এই শ্যাম্পুগুলোতে আছে পার্শ্বপ্রতিক্রিয়া। চুল পড়া বৃদ্ধি, খুশকি, চুল রুক্ষ হয়ে যাওয়া সহ নানা সমস্যা দেখা দিতে পারে বাজারের শ্যাম্পু ব্যবহার করে।

বাজারের শ্যাম্পু বাদ দিয়ে এইবার নিজেই তৈরি করে নিন নিজের চুলের সাথে মানানসই শ্যাম্পু। এরজন্য খুব বেশি উপাদানের প্রয়োজন নেই। মাত্র তিনটি উপাদান দিয়ে তৈরি হয়ে যাবে ড্রাই শ্যাম্পু। এই শ্যাম্পু আপনার চুলকে সিল্কি করে চুলের ভলিউম বৃদ্ধি করবে।

যা যা লাগবে:
১। ২ চা চামচ কর্ণস্টার্চ
২। ২ চা চামচ বেকিং সোডা
৩। ১ চা চামচ কোকো পাউডার
৪। ২-৩ ফোঁটা ল্যাভেন্ডার অয়েল (ইচ্ছা)

আরও পড়ুন : ঠান্ডা জলে মুখ ধোয়ার জাদুকরী উপকারিতা

যেভাবে তৈরি করবেন:
১। সবগুলো উপাদান একসাথে ভাল করে মিশিয়ে নিন।
২। এবার একটি ব্রাশে শ্যাম্পু নিয়ে চুলের গোঁড়ায় ভাল করে লাগিয়ে নিন।
৩। এবার হালকা হাতে ৫-৬ মিনিট ম্যাসাজ করুন।
৪। এরপর চিরুনি দিয়ে চুল আঁচড়ে বাড়তি শ্যাম্পু চুল থেকে সরিয়ে ফেলুন।
৫। এবার পছন্দের হেয়ার স্টাইল করে নিন। চুল ধুতে হবে না, ভালো করে ঝেড়ে নিলেই হবে। ড্রাই শ্যাম্পু ব্যবহারে সাধারণত চুল ধোয়ার প্রয়োজন পড়ে না। তাতে ভলিউম এফেক্ট নষ্ট হয়ে যায়।
তৈলাক্ত চুলের জন্য এই শ্যাম্পুটি বেশ উপযোগী। এটি মাথার তালুর অতিরিক্ত তেল দূর করে, চুলকে নরম, কোমল এবং সিল্কি করে তোলে।

সর্তকতা:
শ্যাম্পু ব্যবহারের আগে মাথার অল্প একটু স্থানে ব্যবহার করে নেবেন। এতে বুঝতে পারবেন শ্যাম্পুটি আপনার মাথার ত্বকের সাথে মানানসই কিনা।

আরও পড়ুন ::

Back to top button