জীবন যাত্রা

বিয়ের জন্য প্রস্তুত কি না ভাবছেন? নিজেকে করুন এই ৮ টি প্রশ্ন

বিয়ের জন্য প্রস্তুত কি না ভাবছেন? নিজেকে করুন এই ৮ টি প্রশ্ন

আমাদের সমাজের মূল সমস্যা হচ্ছে যখনই কারো একটু বয়স বেড়ে যেতে থাকে তখনই তাকে ধরে বিয়ে দিয়ে দেয়ার তোড়জোড় শুরু। ছেলেদের ক্ষেত্রে ২৫ এর পর থেকে এই সমস্যা শুরু হলেও মেয়েদের জন্য এই সমস্যা শুরু হয়ে যায় ১৮/১৯ এর পর থেকেই। কিন্তু বয়স হলেই যে তিনি বিয়ের জন্য প্রস্তুত হয়ে গিয়েছেন এমনটি ভাবা বোকামি।

বিয়ে সত্যিকার অর্থেই অনেক বড় একটি দায়িত্ব। যার জন্য প্রস্তুত না হয়ে আসলেই বিয়ে করা উচিত নয় কারো। এবং এই দায়িত্ব পাত্র/পাত্রী নিতে পারবেন কিনা তা তাকেই বুঝে নিতে দিন। যারা নিজেরা বিয়ের কথা ভাবছেন এবং ভাবছেন না তারা নিজেরা নিজেদের প্রশ্ন করে দেখুন তো। আপনি প্রস্তুত কিনা তা প্রশ্নের উত্তরেই বুঝে যাবেন।

১) আপনি কি মানসিক এবং শারীরিক ভাবে প্রস্তুত?
নিজেকেই প্রশ্ন করে দেখুন তো বিয়ের পরের ব্যাপারগুলো নিয়ে ভাবতে পারছেন কি না। আপনি যদি সঙ্গীর সাথে নিজের মানসিক ও শারীরিক সমস্যা শেয়ার না করতে পারেন তবে বিয়েতে মত দেবেন না।

২) আপনি কি নিজের কাঁধে একটি সংসারের দায়িত্ব নেয়ার কথা ভাবতে পারেন?
বাড়ি পুরুষ উভয়েরই বিয়ের পড়ে একটি পরিবারের দায়িত্ব নিতে হয় তা সকলেরই জানা। তাই প্রশ্ন করুন নিজেকে আপনি এই দায়িত্ব নিতে পারবেন কিনা।

৩) আপনি কি অর্থনৈতিক ভাবে যথেষ্ট স্বাবলম্বী?
এর মানে এই নয় যে আপনার অঢেল টাকা থাকতে হবে। আপনার সংসার চালানোর মতো যথেষ্ট ইনকাম রয়েছে কিনা তা বুঝে নিন।

৪) আপনি কি সুখে দুঃখে আপনার স্বামী/স্ত্রীর পাশে থাকতে পারবেন?
সারাজীবন পাশে থাকার ব্যাপারটি কেউ আগে থেকে বলতে পারেন না। কিন্তু মানসিকতা অনেক বড় ব্যাপার। এই জিনিসটি কি আপনি মনে করেন কিনা তা ভেবে দেখুন।

৫) সংসারে ঝগড়াঝাঁটি হলে আপনার ভূমিকা কি থাকবে?
সংসারে ঝগড়াঝাঁটি হবেই। কিন্তু আপনি যদি মনে করে থাকেন যে যখনের ব্যাপার তখন দেখা যাবে তাহলে কিছুটা ভুল ভাবছেন। যদি আপনি ভাবতে পারেন সমস্যা যাই থাকুক সমাধান করে নেয়া যাবে তাহলেই আপনি বিয়ের জন্য প্রস্তুত।

৬) আপনি কি বিশ্বস্ত থাকবেন?
যদি আপনি মনে করে থাকেন বিয়ের পর কিভাবে জীবন চলবে তা এখন ভেবে লাভ নেই তাহলে এটি আপনার ভুল। আপনার কোনো কিছু শুরু করার আগে নিজেকে প্রস্তুত করতে হবে, নিজের স্বচ্ছতা সামনে তুলে ধরতে হবে।

৭) আপনি কি মনে করেন আপনি যাকে খুঁজছিলেন তাকে পেয়ে গিয়েছেন?
এই সমস্যাটি অনেককেই সামলাতে হয়। ভেবেছেন একরকম কিন্তু বিয়ের পর দেখলেন আরেকধরনের মনোমানসিকতার মানুষ। তাই বিয়ের আগে সব কিছু নিয়েই ভেবে দেখুন।

৮) আপনি কি ভাবেন আপনি নিজের পরিবারের মতো আপনার সঙ্গীর পরিবারের যত্ন নিতে পারবেন?
যদি আপনার মনোমানসিকতা এমন থাকে যে আপনার ফ্যামিলি আলাদা এবং আপনার শ্বশুর বাড়ি আলাদা, তাহলে আপনার বিয়ে না করাই উচিত। যেদিন দুটো ফ্যামিলিকে নিজের পরিবার ভাবতে পারবেন সেদিনই বিয়ে করার প্রস্তুতি নিন।

আরও পড়ুন ::

Back to top button