Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ঢালিউড

মেহজাবীনের প্রেমে মজেছেন রাজীব!

মেহজাবীনের প্রেমে মজেছেন রাজীব! - West Bengal News 24
মেহজাবীনের সঙ্গে রাজীব ছবি ইনস্টাগ্রাম

অভিনেত্রীর প্রেমে মজেছেন নির্মাতা আদনান আল রাজীব। তার সঙ্গে গভীর প্রেম মেহজাবীনের! এমন কথা শোনা যায় শোবিজপাড়ায়। যদিও এ বিষয়ে অনেক আগেই মুখে কুলুপ এঁটেছেন তারা দুজনেই।

কয়েক বছর ধরেই প্রেম-বিয়ের গুঞ্জনে একাধিকবার উঠে এসেছে এ জুটির নাম। তার অবশ্য কারণ রয়েছে। একসঙ্গে বিদেশ ভ্রমণ, শপিংমলের ভিডিও ভাইরাল, একসঙ্গে ছবি ভাইরাল ইত্যাদি। এত কিছুর পরও সম্পর্কের বিষয়টি আড়াল করছেন মেহজাবীন-রাজীব।

এবার মেহজাবীনের সঙ্গে নিজের সম্পর্কের আভাস দিয়েছেন রাজীব নিজেই। ইনস্টাগ্রামে শেয়ার করেছেন নিজের ছবি। ক্যাপশনে লিখেছেন, ‘ভালো লাগে।’ ছবিতে সমুদ্রপাড়ের হোটেলের লবিতে দেখা গেছে মেহজাবীন আর রাজীবকে। ঘনিষ্ঠ এ ছবি নিয়ে নেট দুনিয়ায় শুরু হয়েছে আলোচনা। নেটিজেনরা হুমড়ি খেয়ে পড়েছেন কমেন্টস বক্সে।

শোবিজ তারকদের অনেকেই কমেন্টস করেছেন ইনস্টাগ্রামের ওই পোস্টে। ভালোবাসা ছড়িয়ে দিয়েছেন শবনম ফারিয়া, শাওন, সুনেরাহ বিনতে কামাল, জেফার, আশফাক নিপুণসহ অনেকে। এলিটা করিম লিখেছেন, ‘আদনান লুকিং হ্যান্ডসাম ব্রো।’ সঙ্গে জুড়ে দিয়েছেন ‘লাভ’ আর ‘ফায়ার’ ইমোজি।

অন্যদিকে ফেসবুক পোস্টে ফারজানা নামের একজন লিখেছেন, ‘যাক ভালো অবশেষে প্রকাশ করল’। অগ্নিলা লিখেছেন, ‘যাক। বিয়ে তার মানে আসন্ন! ঈদের আনন্দ অনুভব করছি।’ আব্দুল্লাহ মান্নান লিখেছেন, ‘পারফেক্ট জুটি’। এ ছাড়া মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে ওই পোস্টে।

আরও পড়ুন: শারজাহ স্টেডিয়াম মাতাবেন নুসরাত ফারিয়া

মেহজাবীনকে বিয়ে করছেন? এমন প্রশ্নের উত্তরে এক সাক্ষাৎকারে রাজীব বলেছিলেন, ‘প্রত্যেকেরই ব্যক্তিগত জীবন আছে। সেগুলো ব্যক্তিগতই থাকা উচিত। আমার ব্যক্তিগত জীবন নিয়ে আমি কারো সঙ্গে আলাপ করি না এবং ইচ্ছুকও না! বিশেষ করে গণমাধ্যমে। বন্ধু হিসেবে সাংবাদিকদের নিয়ে আড্ডা দিতে রাজি আছি। কিন্তু এত আগ্রহ আমি এড়িয়ে চলি।’

রাজীব-মেহজাবীন তাদের প্রেমের বিষয়টি এড়িয়ে গেলেও এত সত্যতা আছে বলে জানা গেছে। কারণ, যা রটে তা কিছুটা হলেও বটে! আর এ জুটিকে নিয়ে প্রেমের আলোচনায় ৭ বছরের বেশি সময় ধরে। রাজীবের ঘনিষ্ঠ সূত্রে তাদের প্রেমের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। নাম প্রকাশ না করার শর্তে সূত্র জানায়, মেহজাবীনের প্রেমে মজেছেন রাজীব!

সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে পা রাখেন মেহজাবীন চৌধুরী। ২০০৯ সাল থেকে নিয়মিত কাজ অভিনয় করছেন। আদনান আল রাজীব দেশের আলোচিত নির্মাতাদের একজন। বিজ্ঞাপন, নাটকে তার মুন্সিয়ানা দেখিয়েছেন অনেক আগেই। ওটিট প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে তার ওয়েব সিনেমা ‘ইউটিউমার’।

 

আরও পড়ুন ::

Back to top button