Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
জীবন যাত্রা

ঘরের ভেতর কী কী গাছ লাগাতে পারেন জানেন কি?

ঘরের ভেতর কী কী গাছ লাগাতে পারেন জানেন কি?

বড় শহরে বেশিরভাগ লোকজনই ফ্ল্যাটে বাস করতে অভ্যস্ত | বাড়ির সামনে বাগান তাই অনেকের কাছেই স্বপ্ন | কিন্তু এমন অনেক গাছপালাই আছে যা ফ্ল্যাটে লাগানো যায় |এর জন্য আপনার বড় ব্যালকনি বা ছাদেরও দরকার নেই | ইনডোর প্ল্যান্টস শুধু দেখতে সুন্দর লাগে তাই নয়‚ একই সঙ্গে এই গাছপালা ঘরের ভিতরের ক্ষতিকারক গ্যাস এবং দূষিত পদার্থের হাত থেকে আমাদের সুরক্ষিত রাখে |

Formaldehyde, Volatile Organic Compounds (benzene and trichloroethylene or TCE), Airborne Biological Pollutants, Carbon Monoxide and Nitrogen Oxides, Pesticides and Disinfectants (phenols), and radon সাধারণত ঘরের ভিতরের এইসব দূষিত পদার্থ পওয়া যায় | এর থেকে অ্যালার্জি‚ মাথা ব্যথা‚ ক্লান্তি ভাব‚ নার্ভাস সিস্টেমের ডিসওর্ডার হতে পারে | শুধু তাই নয় মারাত্মক ক্যান্সার অবধি হতে পারে |

আজকে রইলো দশটা ইনডোর গাছের হদিস যা ঘরের ভিতরে উপস্থিত Formaldehyde, Benzene, Carbon Monoxide কে মিটিয়ে ফেলতে সাহায্য করে :

১) এরিকা পাম (Chrysalidocarpus lutescens) : এই গাছের আরেক নাম বাটারফ্লাই পাম | খুব সহজেই এই গাছ পাওয়া যায় | খুব একটা দেখভালেরও দরকার পড়ে না | তবে এই গাছ আর্দ্রতা পছন্দ করে এবং এই গাছ ১০-১২ ফুট অবধি লম্বায় বাড়তে পারে |

২) লেডি পাম (Rhapis excelsa) : খুব সহজেই এই গাছ ঘরের ভিতর রাখা যায় | খুব একটা রোদেরও দরকার পড়ে না এই গাছের | একই সঙ্গে সপ্তাহে একদিন জল দিলেই হয়ে যায় |

৩) বাম্বু পাম (Chamaedorea seifrizii) ; এই গাছের আর এক নাম ‘ রিড পাম ‘ | এই গাছের সরাসরি রোদ্দুর লাগে না | তাই সহজেই ঘরের মধ্যে রাখতে পারেন | তবে গাছের গোড়া সব সময় যেন আর্দ্র থাকে এটা খেয়াল রাখতে হবে |

৪) রাবার গাছ (Ficus robusta) : ঘরে ভিতর খুব সহজেই এই গাছ রাখা যায় | খুব একটা রোদ্দুরেরও দরকার পড়ে না এই গাছের |

৫) ড্রাকাইনা বা জ্যানেট ক্রেগ (Dracaena deremensis) : কোন রকম ঝামেলা ছাড়াই এই গাছ ঘরের মধ্যে রাখা যায় | কম আলো‚ কম জল সব পরিবেশের সঙ্গে এই গাছ নিজেকে মানিয়ে নিতে পারে |

৬) পিস লিলি (Spathiphyllum) : এই গাছ সহজে মরে না | খুব কম রোদ্দুর লাগে | শুধু গাছের গোড়া সব সময় ভিজে থাকলে ভালো হয় | এই গাছে আবার খুব সুন্দর সাদা ফুলের মতো পাতাও হয় |

৭) অ্যালো ভেরা (Aloe Barbadensis Miller) : এই গাছ ঘরের ভিতরের পরিবেষকে দূষণ মুক্ত করে একই সঙ্গে নিয়মিত এই গাছের জেল লাগালে চুলের ও চামড়ার উন্নতি ঘটে |

৮) ইন্ডিয়ান ব্যাসিল (Ocimum tenuiflorum) : বা তুলসী গাছ ঘরে খুব সহজেই রাখা যায় | খুব একটা যত্নেরও দরকার হয় না এই গাছের | পুজোয় কাজে লাগা ছাড়াও এই গাছের বিভিন্ন মেডিসিনাল প্রপার্টি আছে | এছাড়াও বাতাসকে পরিষ্কার রাখে এই গাছ |

৯) স্পাইডার প্ল্যান্ট (Chlorophytum comosum) : এই গাছ দেখতেও সুন্দর একই সঙ্গে বাতাস ফ্রেশ এবং দূষণমুক্ত করে | সরু সাদা সবুজ ডোরাকাটা গাছের পাতার জন্য এমন নমকরণ হয়েছে এই গাছের | খুব একটা যত্ন আত্তি ছাড়াই এই গাছে ঘরের মধ্যে রাখা যায় |

১০) স্নেক প্লান্ট (Sansevieria trifasciata) : এই গাছের উপযুক্ত জায়গা হলো বাথরুম | কারণ এই গাছ সহজেই Formaldehyde কে ফিল্টার করতে পারে | নাসার বিজ্ঞানীরা এই গাছকে Top Air-purifying Plant-এর স্বীকৃতি দিয়েছে | শুধু তাই নয় কোনরকম যত্ন ছাড়াই এই গাছ ঘরে রাখা যায় |

আরও পড়ুন ::

Back to top button