জানা-অজানা

জুতা পরিষ্কার রাখার সহজ উপায়

জুতা পরিষ্কার রাখার সহজ উপায় - West Bengal News 24

জামাকাপড়ে থেকে আমাদের প্রত্যেকেরই জুতো বেশি নোংরা হয়। তবু জুতোর দিকে বিশেষ নজর দেওয়ার সময় আমাদের কারও হাতে নেই। তাই কোথাও বেরোনোর আগে প্রত্যেক দিন জুতো পরিষ্কার করতে হয়।

নাহলে ভালো পোশাকের সঙ্গে একেবারেই বেমানান লাগবে আপনাকে। কীভাবে জুতো পরিষ্কার করলে তা আপনার চারিত্রিক বৈশিষ্ঠকে আরও মজবুত করবে দেখে নিন।

১) প্রতি সপ্তাহে জুতো পালিশ করুন। এতে আপনার জুতো আরও অনেক বেশি দিন চলবে।

২) একই জুতো রোজ পরে বেরোবেন না। এতে একটা জুতোর ওপরেই বেশি চাপ পড়ে যায়। ফলে জুতো বেশিদিন টেকে না। তাই তিন-চার জোড়া জুতো ঘুরিয়ে ফিরিয়ে পরুন।

আরও পড়ুন : মানসা মুসাই কি সর্বকালের সেরা ধনী?

৩) জুতো সবসময় শুকনো রাখার চেষ্টা করুন। ভিজে অবস্থায় থাকলে তা থেকে জুতোর চামড়া খারাপ হয়ে যায়। ভিজে গেলেও ভালো করে রোদে শুকিয়ে তবে পরুন।

৪) মাসে কিংবা সপ্তাহে নয়, জুতো পরিষ্কার রাখুন রোজ রোজ। তবেই টেকসই হবে।

সুত্র-অনলাইন

আরও পড়ুন ::

Back to top button