জাতীয়

কৃষি আইন ফেরার ইঙ্গিত মিলতেই তোপ রাহুলের

Rahul Gandhi: কৃষি আইন ফেরার ইঙ্গিত মিলতেই তোপ রাহুলের - West Bengal News 24

কেন্দ্রীয় সরকার কৃষি আইন প্রত্যাহারের পরে কৃষক আন্দোলনে আপাতত দাড়ি পড়েছে। তবে কৃষক আন্দোলন ‘স্থগিত’ হলেও তা পুরোপুরি শেষ হয়নি বলেই দাবি কৃষক নেতাদের। আবার বিরোধীদের দাবি ছিল যে কেন্দ্র এই কৃষি আইন ফের লাগু করবে ভবিষ্যতে। বিরোধীদের সেই দাবিকে সত্যি প্রমাণ করার ইঙ্গিতই যেন দেন কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর।

আর কৃষি আইন নিয়ে নরেন্দ্র সিং তোমরের করা বেফাঁস মন্তব্যকেই হাতিয়ার করে তোপ দাগতে শুরু করল কংগ্রেস।

কেন্দ্রীয় মন্ত্রী গত পরশু বলেন, ‘স্বাধীনতার ৭০ বছর পরে মোদীর নেতৃত্বে কৃষি সংস্কার শুরু হয়েছে। কিন্তু কিছু মানুষের তা পছন্দ নয়। আমরা এক পা পিছিয়ে এসেছি। তবে এনিয়ে আমরা হতাশ নই।’ আর এরপরই বিজেপি সরকারকে তোপ দেগে টুইট করেন রাহুল গান্ধী।

আরও পড়ুন: ওমিক্রন উদ্বেগের মধ্যেই কোভিড নিয়ে বৈঠক প্রধানমন্ত্রীর!

তিনি লেখেন, ‘কৃষিমন্ত্রী মোদীর ক্ষমাপ্রার্থনাকে অপমান করেছেন- এটা অত্যন্ত নিন্দনীয়। যদি আবার কৃষি-বিরোধী পদক্ষেপ নেওয়া হয়, তাহলে আবার অন্নদাতাদের সত্যাগ্রহ হবে। অহংকারকে একবার পরাজিত করেছেন কৃষকরা, আবারও তারা এই অহংকারকে পরাজিত করবে।’

এদিকে নরেন্দ্র সিং তোমর শুক্রবার আরও বলেছিলেন, ‘যদি পরিস্থিতি অনুকূলে থাকে তবে আমরা ফের এগিয়ে যাব। কৃষকরা দেশের মেরুদণ্ড। তাঁরা শক্তিশালী থাকলে দেশও শক্তিশালী হবে। দেশের অর্থনীতির উন্নতিতে আমি কৃষকদের প্রশংসা করি। যখনই দেশে অর্থনৈতিক সংকট দেখা দেয় তখনই কৃষকরাই এগিয়ে আসেন। এমনকী কোভিডের সময়তেও কৃষকরা বাম্পার ফলন দিয়েছেন।’

আরও পড়ুন ::

Back to top button