সম্পর্ক

পরকীয়া প্রেম কীভাবে ফিরিয়ে আনতে পারে দাম্পত্যের সুখ?

পরকীয়া প্রেম কীভাবে ফিরিয়ে আনতে পারে দাম্পত্যের সুখ? - West Bengal News 24

দাম্পত্য-সুখ অনেক সময়ে নষ্ট হয় তৃতীয় ব্যক্তির উপস্থিতির কারণে। স্বামী বা স্ত্রীর অন্য কারও সঙ্গে সম্পর্ক হলে বহু ক্ষেত্রেই একে-অপরের মধ্যে দূরত্ব তৈরি হয়। তার ফলে অবিশ্বাস, ভুল বোঝাবুঝির আশঙ্কা থাকেই।

এমন ক্ষেত্রে বহু সংসারও ভাঙতে দেখা গিয়েছে। কিন্তু তার মানেই কি পরকীয়া সম্পর্ক সব সময়ে ক্ষতি করে? তা কিন্তু নয়। এমনও দেখা গিয়েছে, পরকীয়া প্রেমই উন্নত করতে পারে দম্পতির মধ্যে সম্পর্ক।

এ কথা শুনে অবাক হচ্ছেন? অবাক হতে পারেন অনেকেই। কিন্তু সম্পর্ক বিশেষজ্ঞেরা বলেন, মাঝেমধ্যে একটি পরকীয়া প্রেম বিবাহ সতেজ করতে পারে।

আরও পড়ুন : নতুন বছরে বদলে যাবে প্রেমের সংজ্ঞা, সমীক্ষায় উঠে এল চমকপ্রদ তথ্য!

আসুন জেনে নেই কীভাবে বিয়ে মজবুত করতে সাহায্য করে পরকীয়া সম্পর্ক-

১. নতুন প্রেম মন ভালো করে। আপনি আনন্দে থাকলে স্বামী বা স্ত্রীর সঙ্গে আচরণ কোমল হবে। তাতে সংসারে অশান্তি কমবে।

২. নতুন একটি সম্পর্কে জড়ালে দম্পতির মধ্যে কিছুটা দূরত্ব তৈরি হয়। একটু দূর থেকে নিজের দাম্পত্যের সমস্যাগুলি স্পষ্টভাবে দেখা যায়। তা ঠিক করার সুযোগ তৈরি হয়।

৩. আর একজনের সঙ্গে প্রেমে থাকলে বহু বিবাহিত ব্যক্তির মনেই অপরাধবোধ দেখা দেয়। তখন স্বামী বা স্ত্রী ছোটখাটো দোষ-ত্রুটি ক্ষমা করে দেওয়া সহজ হয়।

তথ্যসূত্র : আনন্দবাজার

আরও পড়ুন ::

Back to top button