আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের বিমান হামলায় আইএস প্রধান নিহত

যুক্তরাষ্ট্রের বিমান হামলায় আইএস প্রধান নিহত - West Bengal News 24

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। তাদের হামলায় ইসলামিক স্টেটের (আইএস) প্রধান আবু ইব্রাহিম আল-হাশেমি আল কুরাইশি নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এ ঘোষণা দিয়েছেন বলে বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে।

বাইডেন এক বিবৃতিতে বিশেষ অভিযানে নিয়োজিত বাহিনীকে ধন্যবাদ জানান। সিরিয়া থেকে প্রথম প্রতিক্রিয়ায় একজন জানান, বিরোধী নিয়ন্ত্রিত শহর আতমেহতে মার্কিন অভিযানে আরও ছয় শিশুসহ ১৩ জন নিহত হয়েছেন।

আরও পড়ুন : সহকর্মীর সঙ্গে গোপন সম্পর্ক, পদত্যাগ করলেন সিএনএন প্রধান

জানা গেছে, স্থানীয় সময় বৃহস্পতিবার মধ্যরাতের দিকে ‍যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার উত্তর ইদলিব প্রদেশের ওই এলাকায় বেশ কয়েকটি মার্কিন হেলিকপ্টার অবতরণ করে।

স্থানীয় সূত্র জানায়, এ সময় সেনারা কঠোর প্রতিরোধের সম্মুখীন হন। তাদের লক্ষ্য করে ছোড়া হয় গুলি। মার্কিন বাহিনী ফিরে যাওয়ার আগে সেখানে দুই ঘণ্টা গোলাগুলি হয়।

এর আগে ২০১৯ সালের অক্টোবরে আতমেহ থেকে মাত্র ১৬ কিলোমিটার দূরে একটি গোপন আস্তানায় অভিযান চালিয়ে আইএস নেতা আবু বকর আল-বাগদাদিকে হত্যা করে মার্কিন বাহিনী।

আরও পড়ুন ::

Back to top button