আন্তর্জাতিক

ছাত্রকে বিয়ে করে রক্ষা শিক্ষিকার!

ছাত্রকে বিয়ে করে রক্ষা শিক্ষিকার! - West Bengal News 24

ছাত্রকে ধর্ষণের অভিযোগ ছিল এক স্কুল শিক্ষিকার বিরুদ্ধে। সেই অভিযোগ থেকেই রক্ষা পেতে করতে হয়েছে ছাত্রকে বিয়ে। ছাত্রকে বিয়ে করায় ওই শিক্ষিকার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করে নেয়া হয়েছে। নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে এই খবর প্রকাশ হয়েছে। প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি বিয়ে করেছেন তারা দু’জন। এরপরই বাইলি টার্নার (২৬) নামের ওই শিক্ষিকার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করে যুক্তরাষ্ট্রের মিশৌরির সরকারি কৌঁসুলিরা।

২০১৯ সালে নিজের বাসায় ওই ছাত্রকে ধর্ষণ করেন বাইলি। এ ঘটনায় ওই শিক্ষিকার বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়। তবে সম্প্রতি এই দু’জন বিয়ে করায় বাইলির বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করা হয়।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রের বিমান হামলায় আইএস প্রধান নিহত

এ মামলায় সহকারী সরকারি কৌঁসুলি ন্যাট ডালি বলেন, ওই ছাত্র যদি সাক্ষ্য না দেয় তাহলে বাইলির বিচার করা কঠিন হয়ে দাঁড়াবে। তবে এই দু’জন কবে বিয়ে করেছে তা জানা যায়নি। আর ভুক্তভোগী ছাত্রের বয়সও জানা যায়নি।

প্রসঙ্গত, ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে গ্রেফতার হন বাইলি। এরপর সারকোক্সি হাইস্কুল থেকে পদত্যাগ করেন তিনি। তার শিক্ষকতার লাইসেন্সও জমা দিয়েছেন বাইলি।

আরও পড়ুন ::

Back to top button