জীবন যাত্রা

সকল প্রজন্মের জন্য সাধারণ তিনটি ফ্যাশন টিপস

সকল প্রজন্মের জন্য সাধারণ তিনটি ফ্যাশন টিপস - West Bengal News 24

বর্তমান সময়ে ব্লগার, কিংবা সেলিব্রেটিদের কাছ থেকে আপনি হয়তো এখন ফ্যাশন আইডিয়া নিয়ে থাকেন। মাঝে মাঝে হয়তো আপনার মা কিংবা দিদিমা আপনাকে স্টাইল নিয়ে কিছু উপদেশও দেন। তবে কিছু ব্যাপার আছে যা ছোট বড় সবার জন্যই খাটে। এখানে এমন তিনটি ফ্যাশন টিপস উল্লেখ করে হল যা সকল প্রজন্মের সবার মেনে চলা উচিত।

১। ব্যাপার না আপনি কি পরছেন, তবে এটা ব্যাপার যে আপনি কীভাবে পরছেন
এটা ব্যাপার না আপনি দামি পোশাক পরছেন কিংবা ডিজাইনারের কোন পোশাক পরছেন, আপনি যদি তা ভালভাবে পরতে পারেন তাহলেই আপনাকে সুন্দর মানাবে। এটা একই সাথে আপনাকে আত্মবিশ্বাস যোগাবে এবং নিজের মতো নতুন স্টাইল তৈরি করতেও অনুপ্রেরণা দিবে।

আরও পড়ুন : ব্লাউজের স্টাইলের রকমফের…

২। নিজের সাথেই থাকুন
আপনার যদি কোন কিছু দেখে তৎক্ষণাৎ ভাল লেগে যায়, তাহলে মোটামুটি নিঃসন্দেহে বলা যায় এটা আপনার জন্যই এবং এটা আপনার উপকারে আসবে। আপনি চাইলে অন্যের স্টাইল অনুসরণ করতেই পারেন, তবে নিজের সাথে থাকুন।

৩। ওয়ারড্রবে সহায়ক আইটেম যোগ করুন
যে কোন স্টাইলকে পরিপূর্ণ করতে ওয়ারড্রবে যোগ করুণ সহায়ক আইটেম। এছাড়া নিজেকে হাইলাইট করতেও এটি বেশ কার্যকর। যেমন- যে কোন সময় সাথে নিতে পারেন মানানসই একটি প্রিন্টের স্কার্ফ।

আরও পড়ুন ::

Back to top button